কলকাতা 

TET and SSC recruitment Case:‘’ধর্মাবতার, ভরসা রাখুন” আদালতে আর্জি সিবিআইয়ের, “বাগ কমিটির রিপোর্ট হাতে থাকা সত্ত্বেও কিছু করতে পারলেন না কেন এত দিন?” সিবিআইকে পাল্টা প্রশ্ন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : এসএসসির দুর্নীতির মামলার তদন্ত নিয়ে গতকাল মঙ্গলবার অসন্তোষ ব্যক্ত করেছিলেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি গতকাল এজলাসে বসে বলেছিলেন সিবিআই তদন্তের তেমন গতি নেই বরং রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দল সিটকে দায়িত্ব দিলে অনেক ভালো কাজ হতো।

তবে আজ বুধবার উচ্চ আদালতের কাছে তাদের তদন্তে ভরসা রাখার আর্জি জানাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই আদালতকে জানিয়েছে, শিক্ষক নিয়োগে অনিয়মের মামলার তদন্ত করতে শীঘ্রই দিল্লি থেকে উচ্চ পদমর্যাদার আধিকারিক আসছেন। তাঁর নেতৃত্বেই চলবে তদন্ত।

Advertisement

এদিন, সিবিআইয়ের আইনজীবী বিল্বদল ভট্টাচার্য আদালতে জানান, শুধু মাত্র স্কুলে শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলার তদন্ত করার জন্যই দিল্লি থেকে এক জন যুগ্ম ডিরেক্টরকে নিয়ে আসা হচ্ছে। শীঘ্রই রাজ্যে আসছেন ওই আধিকারিক। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে আদালতকে আশ্বাস দেওয়া হয়েছে, দুর্নীতির কারিগরদের শীঘ্রই খুঁজে বার করা হবে। দোষীরা কেউ রেহাই পাবে না বলেও আশ্বাস দেওয়া হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে।

সিবিআইয়ের আইনজীবীর এই মন্তব্যের পরেই বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘কিন্তু আপনারা কতটা পারবেন, তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে।’’ এর পরেই সিবিআই তদন্তের প্রাথমিক রিপোর্ট আদালতের হাতে তুলে দিয়ে আইনজীবী বিল্বদল বিচারপতির উদ্দেশে বলেন, ‘‘ধর্মাবতার, ভরসা রাখুন। আমি বলছি আমরা সঠিক পথে তদন্ত নিয়ে যাব। আমরা আজ (বুধবার) এই মামলার প্রাথমিক তদন্ত রিপোর্ট জমা দিচ্ছি। সেই রিপোর্ট দেখলেই বোঝা যাবে, অন্য যে কোনও তদন্তকারী সংস্থার থেকে সিবিআই এগিয়ে।’’

পাল্টা বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘আমি চাই না, আর একটা সারদা হোক। বাগ কমিটির রিপোর্ট হাতে থাকা সত্ত্বেও কিছু করতে পারলেন না কেন এত দিন? এখনও পর্যন্ত দুর্নীতির কিং পিন (মূল অপরাধী)-কেই হেফাজতে নিতে পারলেন না? এমন হলে তো দুর্নীতি চলতেই থাকবে। আটকানো যাবে না।’’

 

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ