বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

কবিতা : কলম // আরেফা গোলদার

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

কলম

আরেফা গোলদার_______

কবি আজ কলম ধরো

অসহায় আর বঞ্চিতে

সব হারিয়ে মরছে যারা

করছে লড়াই নিভৃতে।

উপন্যাসের পাতা জুড়ে

তীব্র জেদ ছড়িয়ে দাও

প্রতিবাদের মাঝদরিয়ায়

কলম্বাসের মতোই হও।

ভালোবাসার কাব্যগীতি

বাকরুদ্ধ স্তব্ধতায়

ঝরুক আগুন বর্ণমালার

লিখুক কলম যন্ত্রণায়।

জ্বলছে দেশ মনের ক্ষেত

বৈষম্যের সামিয়ানায়

কবির কলম বিছিয়ে দিলাম

অসাম্যের যবনিকায় ।

শোষণ আর অনাচারে

দুই আঙুলে তরোয়ালে

মানবতা জাগিয়ে তোলো

ছন্দ ভরা কবিয়ালে ।

কুর্নিশ করি উজ্জ্বলতায়

শব্দ বর্ণ অক্ষরে

শপথ নিলাম নতুন ভোরে

ভালোবাসার স্বাক্ষরে ।।।

 

আরেফা গোলদার…


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ