কলকাতা 

অংক-ইংরেজি নিয়ে অষ্টম-নবমদের জন্য অনুসন্ধানের অনলাইন সামার ক্যাম্পের আয়োজন, অংশ নিতে ছাত্র-ছাত্রীদের বিপুল উৎসাহ, শিক্ষাবিদদের শুভেচ্ছা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নায়ীমুল হকের প্রতিবেদন: মৌলিক চিন্তায় উদ্বুদ্ধ করতে ছাত্র-ছাত্রীদের নিয়ে বিভিন্ন ভাবে কাজ করে চলেছে বহু প্রতিষ্ঠান। এবারের গরমের ছুটিতে মূলত ক্লাস এইট এবং নাইনের ছাত্র-ছাত্রীদের নিয়ে দুদিনের এক সামার ক্যাম্প করার সিদ্ধান্ত নিয়েছে অনুসন্ধান কলকাতা। আগামী ১১ এবং ১২ জুন শনি ও রবিবার। রাজ্যের বিভিন্ন প্রান্তের অভিভাবক এবং শিক্ষক-শিক্ষিকাদের অনুরোধে অনলাইনেই হবে এই ক্যাম্প। বিভিন্নভাবে ছাত্র-ছাত্রীরা যাতে যুক্তিনির্ভর হয়, মূলত প্রকৃতি থেকে চিন্তা করতে শেখে, নানারকম সৃজনশীল কাজে পারদর্শিতার উন্মেষ ঘটে এবং সার্বিকভাবে উপলব্ধির স্তরে পৌঁছায় – এ সমস্ত দিক চিন্তা করে এবারের এই সামার ক্যাম্পের আয়োজন। রাজ্যের যে কোনো প্রান্তের সকল বোর্ডের ক্লাস এইট এবং নাইনের ছাত্র ছাত্রীরা অংশ নিতে পারবে এই ক্যাম্পে কোনো খরচ ছাড়াই। এবারের ক্যাম্পে রাখা হয়েছে দুটি বিষয়- অংক এবং ইংরেজি। দুদিনে দিনে মোট পাঁচ ঘণ্টার সময় বেঁধে দেয়া হয়েছে। সীমিত এই সময়ের মধ্যে বৃহৎ ওই লক্ষ্যে পৌঁছে যাওয়ার সব রকম প্রস্তুতি নিয়ে ফেলেছেন গুণী শিক্ষক মহাশয়েরা, বলে জানিয়েছেন অনুসন্ধান আয়োজিত এই সামার ক্যাম্পের কন্ট্রোলার তথা বিশিষ্ট গণিত শিক্ষক গৌরাঙ্গ সরখেল।

তিনি আরো জানিয়েছেন, দুদিনের এই সামার ক্যাম্পের প্রথম দিন সূচনা করবেন বিশিষ্ট কৃষি বিজ্ঞানী অধ্যাপক মতিয়ার রহমান খান এবং দ্বিতীয় দিন ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির অবসরপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর অধ্যাপক বাসব চৌধুরী। আর মূল ক্লাস পরিচালনা করবেন গণিত এবং ইংরেজি বিষয়ের প্রথিতযশা শিক্ষক-শিক্ষিকারা। মূলত ছাত্র-ছাত্রীদের আগ্রহ দেখে ক্লাস পরিচালনা করতে সম্মত হয়েছেন ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউট, এশিয়াটিক সোসাইটির অধ্যাপক-গবেষকসহ কয়েকটি প্রখ্যাত বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং শিক্ষক মন্ডলী। বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারাও এই কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বলে তিনি জানান।

Advertisement

তবে গৌরাঙ্গ সরখেলের আক্ষেপ, সকল মানের ছাত্র-ছাত্রীদের জন্য সামার ক্যাম্পের আয়োজন করা হলেও, লক্ষ করা যাচ্ছে মূলত এগিয়ে থাকা ছেলেমেয়েরা নাম নথিভুক্ত করতে বেশি উৎসাহ দেখাচ্ছে।

অনুসন্ধান কলকাতার সম্পাদক বিশিষ্ট শিক্ষক সাহাবুল ইসলাম গাজী অনুরোধ জানিয়েছেন, বিদ্যালয় পরীক্ষার ফলাফলে সাধারণ মানের চিহ্নিত ছাত্র-ছাত্রীরাও যাতে এই ধরনের ক্যাম্পে অংশ নিতে পারে, সে বিষয়ে সকলকে খেয়াল রাখতে হবে। আগামী শনিবার এগারো জুন সকাল ১০ টা ৪৫ মিনিটে শুরু হবে এই ক্যাম্প। ওই দিন সকাল ন’টা পর্যন্ত নাম নথিভুক্ত করার বিশেষ ব্যবস্থা করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

বারাসাত মহাত্মা গান্ধী মেমোরিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক তথা অনুসন্ধান কলকাতার সভাপতি শেখ আলী আহসান স্বাস্থ্যের কারণে রাজ্যের বাইরে থাকবেন তাই এই সামার ক্যাম্পে উপস্থিত না থাকতে পারলেও সকলকে এই আয়োজনে উপস্থিত থেকে সহযোগিতা করার এবং সকল ছাত্র-ছাত্রীদের অংশ নেওয়ার অনুরোধ জানিয়েছেন।

বিশিষ্ট শিক্ষাবিদ ড.অমলেন্দু বসু, দিব্য গোপাল ঘটক, ড. পারিজাত দে, ড.নিপম কুমার সাইকিয়া, অধ্যাপক দীপশ্রী দাস সরকার, শাহ আলম, নন্দা চক্রবর্তী, ড.দেবব্রত মুখার্জী, মাসুদ আলম, ড.শামসুল আলম, কাজী নিজাম উদ্দিন, মনোজ রায় সহ আরো অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ এই সামার ক্যাম্প-এর উদ্যোগকে পূর্ণ সমর্থন জানিয়েছেন এবং ছাত্র-ছাত্রীসহ সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন।

*TWO DAY online SUMMER CAMP*

11-12 June, 2022 ● 10:45am to 1:15pm.

========================

*Subjects* : English & Maths.

*Age* : Students in Classes 8 & 9.

*Course Contents* : Core CONCEPTS + Skill on Maths and English.

*Teachers* : Professors from ISI/IIT and other renowned Institutions.

*Enrollment* : First 100 students + Spl arrangement

*Cost* : Free.

*Medium* : English-বাংলা

============================

*ANUSANDHAN-KOLKATA*

#####################

উৎসাহী ছাত্র-ছাত্রীরা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারো

[পরবর্তীতে নাম রেজিস্টার করতে গুগল ফর্মে আবেদন করতে হবে]

Follow this link to join my WhatsApp group: https://chat.whatsapp.com/HWFsKYjOYmCE3stZHSULos


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ