কলকাতা 

সাত সকালে দমদম নাগেরবাজারের বিস্ফোরণে মারা গেল আট বছরের শিশু, আহত ১২

শেয়ার করুন
  • 2
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : দমদম নাগেরবাজারের বিস্ফোরণ। ৯ নম্বর যশোর রোডে কাজিপাড়া মোড়ে একটি মিষ্টির দোকানের পাশে বিস্ফোরণ হয়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিস্ফোরণের শব্দ এককিমি দূর পর্যন্ত শোনা যায়। বিস্ফোরণের তীব্রতায় কয়েকটি বাড়ির জানালার কাচ ভেঙে গেছে। ঘটনাস্থলে পৌঁছেছে দমদম থানার পুলিশ। এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ। কাজিপাড়া রোডে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

বিস্ফোরণের ঘটনায় জখম হয়েছেন ১২ জন। এমনটাই দাবি করেছেন প্রত্যক্ষদর্শীরা। আহতদের মধ্যে মহিলা ও শিশুও রয়েছে।প্রত্যক্ষদর্শীদের বিবরণ থেকে জানা গিয়েছে, সকাল সাড়ে ৯টা-১০টা নাগাদ বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। তারপরই দেখা যায়, রাস্তায় লুটিয়ে পড়েছেন কয়েকজন। কারোর মুখে চোট লেগেছে। কারও হাতে, আবার কারোও পায়ে গুরুতর আঘাত লেগেছে। আহতদের সঙ্গে সঙ্গে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Advertisement

বিস্ফোরণের সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছয় দমদম থানার পুলিস। বর্তমানে এলাকা ঘিরে রেখেছে পুলিস। জানা গিয়েছে, পরিত্যক্ত কারখানার পাশে একটি বহুতল রয়েছে। সেই বহুতলের নীচে রয়েছে বেশকিছু দোকান। অভিযোগ, তারমধ্যেই একটি দোকানে বিস্ফোরণের ঘটনাটি ঘটে।

 

 

 

 


শেয়ার করুন
  • 2
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

five × 5 =