প্রয়াত হলেন আরামবাগের প্রাক্তন সাংসদ অনিল বসু
নিজস্ব প্রতিনিধি : মারা গেলেন সিপিএমের প্রাক্তন সাংসদ অনিল বসু।মঙ্গলবার সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় তিনি ভুগছিলেন।
কিডনির সমস্যা থাকায় বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। সেখানে তাঁকে দেখতে যান সিপিএম দলের কেন্দ্রীয় কমিটির সদস্য শ্যামল চক্রবর্তী, প্রাক্তন সাংসদ সুধাংশু শীল সহ অন্যরা।
আরামবাগের সাংসদ অনিল বসু সিপিএম দল ক্ষমতায় থাকার সময়ে বির্তকিত নেতা হিসেবে রাজ্যজুড়ে প্রচার পেয়েছিলেন । কিন্ত একথা অনেক বিরোধী রাজনীতির লোকেদেরও স্বীকার করতে হবে যে , অনিল বসু ব্যক্তিগতভাবে দলমত নির্বিশষে কাজ করেছিলেন । দলের কর্মীদের কোনো অনৈতিক আচরনের খবর তাঁর কাছে পৌছালে তিনি যথাযথ ব্যবস্থা নিতেন ।
এরাজ্যে বামফ্রন্ট ক্ষমতায় থাকাকালীন বেশ কয়েকবার খবরের শিরোনামে উঠে আসেন অনিল বসু। তৎকালীন বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কুরুচিকর মন্তব্যও করেছিলেন তিনি। উল্লেখ্য , দল তাঁকে বহিস্কার করলেও জীবনের শেষদিন পর্যন্ত অনিল বসু সিপিএম সাধারণ কর্মীর মতই দলের মিটিং-মিছিলে যোগ দিতেন । তবে একথা স্বীকার করতেই হবে বিমান-বুদ্ধবাবুরা সেদিন সিঙ্গুর জমি আন্দোলনে অনিল বসুর মতামতকে গুরুত্ব দিলে সিপিএমের এই পরিণতি হত না । আর অনিল বসুকে দল থেকে বহিস্কার করাটা সিপিএমের মঙ্গল হয়নি।