Featured Video Play Iconজেলা 

রোগী কল্যাণ সমিতির উদ্যোগে ভগবানগোলা বিধানসভার কানাপুকুর হাসপাতালে উন্নয়নের আলোচনা সভা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি : আজ ৬ই জুন সোমবার, মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা বিধানসভার কানাপুকুর হাসপাতালে রোগী কল্যাণ সমিতির উদ্যোগে হাসপাতালের সার্বিক ব্যাবস্হাপনা এবং উন্নয়নের ব্যাপারে এক আলোচনা সভা হয়।

উক্ত সভায় ভগবানগোলা বিধানসভার বিধায়ক তথা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ইদ্রিস আলী বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ ব্যাপি হাসপাতালগুলির পরিস্কার পরিচ্ছন্ন রাখা থেকে শুরু করে বহু উন্নয়ন করে চলেছেন। ভগবানগোলা কানাপুকুর হাসপাতালেও তার কোন ব্যতিক্রম হয়নি। তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমার এলাকা উন্নয়ন তহবিল থেকে একটি আ্যম্বূলেন্স দেব তাছাড়াও Fund permit করলে একটি হাই মাস্ক (উচ্চ বাতিস্তম্ভ) হাসপাতাল চত্বরে দেওয়া হবে। তিনি আরও বলেন, ভগবানগোলা বিধানসভার এক নং ব্লকের বিডিও পুলক কান্তি মজুমদার হাসপাতাল এবং এলাকার ব্যাপারে উন্নয়ন করছেন।

Advertisement

বিধায়ক ইদ্রিস আলী, হাসপাতালের ডাক্তার, নার্স সহ মহিলারা যাতে কোন নিরাপত্তার অভাব বোধ না করে, সেইজন্য ভগবানগোলা থানার ওসি শ্রী দীপক হালদারকে পুলিশ দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। বিধায়ক ইদ্রিস আলী কানাপুকুর হাসপাতালের বি এম ও এইচ সাহিবা সিদ্দিকীর কাছে অনুরোধ করে জানান, কোন রোগীকে প্রাইমারি চিকিৎসা না করে অন্য কোনো হাসপাতালে কোন কারন ছাড়াই রেফার করা না হয়। বিধায়ক ইদ্রিস আলী আরো বলেন, ভগবানগোলা থানার ওসি দীপক হালদার খুব ভালো কাজ করছেন। রোগীদের কোন অসুবিধা হলে তারা যেন রোগী কল্যাণ সমিতিকে জানায়।

বিডিও পুলক কান্তি মজুমদার বিস্তারিত ভাবে হাসপাতালে কিকি উন্নয়ন হয়েছে আর কি কি উন্নয়ন করা প্রয়োজন তার বিশদভাবে ব্যাখা করেন। তিনি বলেন ভগবানগোলায় একটি NRC(শিশুদের পূষ্টি পূনর্বাসন)করা দরকার। তিনি বলেন এই কানাপুকুর হাসপাতালের উন্নয়নের জন্য ইতিমধ্যে ১৫ লাখ টাকা অনুমোদন করেছেন।বি এম ও এইচ সাহিবা সিদ্দিকী সকলকে ধন্যবাদ জানান ‌

       এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন,ডাক্তার ওম প্রকাশ,ডাক্তার রবিনা ইয়াসমিন, অঙ্গন ওয়াড়ীর চেয়ারম্যান দিবেন্দু বিশ্বাস, সেকেন্ড অফিসার হাসানুজ্জামান প্রমুখ ‌

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ