রিষড়া সলিডারিটি চ্যারিটেবল অর্গানাইজেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও বৃক্ষপ্রদান এবং রক্তদান শিবির
বরুণ দাস, হুগলি:- আজ ৫ই জুন রবিবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রিষড়া সলিডারিটি চ্যারিটেবল অর্গানাইজেশন এর উদ্যোগে রিষড়ার তেতুলতলা রবীন্দ্র সংঘ ক্লাবে অনুষ্ঠিত হল বৃক্ষরোপণ ও বৃক্ষপ্রদান এবং রক্তদান শিবির।
এই অনুষ্ঠানে সহযোগিতা ছিলেন শ্রীরামপুর ওয়ালস্ হসপিটাল। বৃক্ষ মানুষের পরম বন্ধু তাই উদ্যোগতারা রক্তদাতাদের বৃক্ষ প্রদান করে এবং বৃক্ষ রোপণ করে অনুষ্ঠান টিকে সাফল্যমণ্ডিত করেন। শ্রীরামপুর হসপিটাল কর্তৃপক্ষ এ ধরনের অনুষ্ঠানে সহায়তা করতে পেরে উদ্যোক্তাদের সাধুবাদ জ্ঞাপন করেছেন।