দেশ 

Char Dham Yatra: উত্তরকাশীতে বাস দুর্ঘটনায় মৃত্যু অন্তত ২২ পুণ্যার্থীর, যমুনোত্রীর পথে দুর্ঘটনা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : উত্তরাখণ্ডের উত্তর কাশির কাছে তীর্থ যাত্রীদের বাস দুর্ঘটনায় ২২ জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। এই ভয়াবহ বাস দুর্ঘটনার গভীর শোক ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ।

জানা গেছে,মধ্যপ্রদেশের পান্না জেলা থেকে ৩০ জন তীর্থযাত্রী নিয়ে যমুনোত্রীর উদ্দেশে রওনা হয়েছিল বাসটি। রবিবার, উত্তরকাশীর কাছে একটি জায়গায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। কয়েক ঘণ্টা আগে উত্তরাখণ্ডের ডিজিপি অশোক কুমার বলেছিলেন, ‘‘এখনও পর্যন্ত ১৫টি মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। ছ’জনকে আহত অবস্থায় তুলে এনে হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ এবং রাজ্যের বিপর্যয় মোকাবিলা দল ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে।’’ তার পর আরও একাধিক মৃতদেহ উদ্ধার হয়।

Advertisement

এই দুর্ঘটনার খবর পাওয়ার পরই ঘটনায় শোক প্রকাশ করে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা আর্থিক সহায়তা এবং আহতদের ৫০ হাজার টাকা আর্থিক সাহায্য করার কথা ঘোষণা করে প্রধানমন্ত্রীর কার্যালয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টেলিফোনে কথা বলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্করসিংহ ধামির সঙ্গে। অমিত মৃতদের প্রতি তাঁর সমবেদনা জানিয়ে টুইটও করেছেন।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই ঘটনায় গভীর শোক ব্যক্ত করে টুইট করেছেন।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ