জেলা 

“বিশ্ব পরিবেশ দিবস” পালন করলেন আরামবাগের সাংসদ অপরুপা পোদ্দার

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বরুণ দাস, আরামবাগ: সভ্যতার জন্মলগ্ন থেকেই মানুষ ও পরিবেশ একে অপরের সমার্থক।এই নিবিড় বন্ধনকে আরো মজবুত করার লক্ষ্যে আজ আরামবাগ বিডিও সংলগ্ন এলাকায় “বিশ্ব পরিবেশ দিবস” পালন করলেন আরামবাগের সাংসদ অপরুপা পোদ্দার।

তিনি বলেন বর্তমান লালসাময় যুগে সামরিক সুখ ভোগের জন্য চূড়ান্ত অবহেলার ছলে প্রকৃতি কে ধংস করছে এবং নিজেদের বিপর্যয় এর মুখে ঠেলে দিচ্ছে এই আধুনিক সমাজ, বিলাসবহুল আমুদে জীবনযাপনের ফল স্বরূপ উর্ধমুখী হচ্ছে দূষনের গ্ৰাফ , হচ্ছে জলবায়ুর পরিবর্তন।

Advertisement

তাই আজ পরিবেশ সম্পর্কে জনসচেতনতা গড়ে তুলতে এবং সাধারণ মানুষ কে তার গুরুত্ব অবগত করতে তিনি নিজেই বৃক্ষরোপণ করে দূষণমুক্ত পরিবেশ গড়ে তুলতে উৎসাহিত করেন।এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক মানস মজুমদার, আরামবাগের প্রশাসন আধিকারিকরা।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ