কলকাতা 

Soukat Molla : আজ শুক্রবার সিবিআইয়ের ডাকে সাড়া দিয়ে নিজাম প্যালেসে যাবেন না শওকত, ১৫ দিন সময় চাইলেন, কড়া পদক্ষেপের পথে সিবিআই !

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : যেতে হবে জানিয়েছিল সিবিআই, কেন যাবো না, উত্তর দিলো তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। সব প্রত্যাশার শেষ করে আজ শুক্রবার সিবিআই এর দপ্তরে যাওয়ার কথা থাকলেও তিনি যাবেন না। কারণ তিনি শওকত মোল্লা ক্যানিংয়ের অবিসংবাদি নেতা তিনি যখন চাইবেন তখন সিবিআইকে সময় দেবে এটাই দস্তুর অন্তত ক্যানিং এলাকায়। জানা গেছে ইমেইল করে ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা জানিয়ে দিয়েছেন সিবিআইকে আজ শুক্রবার তিনি সিবিআই এর ডাকে সাড়া দিয়ে নিজাম প্যালেসে যাবেন না।

পার্থ চট্টোপাধ্যায়-পরেশ অধিকারী-অনুব্রত মণ্ডল-পরেশ পালের পর গতকাল অর্থাৎ বৃহস্পতিবার শওকত মোল্লাকে (Saokat Molla) তলব করে সিবিআই। কয়লা পাচারকাণ্ডে ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ককে (TMC MLA) শুক্রবার নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

Advertisement

কিন্তু আপাতত রাজনৈতিক ও প্রশাসনিক কাজে ব্যস্ত বিধায়ক। তাই ১৫ দিনের মধ্যে সিবিআই দপ্তরে যাওয়া সম্ভব নয়। জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে মেল মারফত সিবিআইকে বিষয়টি জানান শওকত মোল্লা। পাশাপাশি ১৫ দিন সময় চেয়ে নিয়েছেন তিনি। তবে এদিন বেলা এগারোটায় শওকত মোল্লার আইনজীবী সিবিআই দপ্তরে উপস্থিত হবেন। সেখানে বিধায়কের হাজিরা না দেওয়ার কারণ বিস্তারিতভাবে জানাবেন তিনি।

এই দুষ্কর্মের সঙ্গে যুক্ত সন্দেহে একাধিক তাবড় তাবড় নেতাকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। তাদের জেরা করে শওকত মোল্লার নাম উঠে এসেছে বলে সিবিআইয়ের দাবি। এ বিষয়ে তৃণমূল বিধায়কের বয়ান খতিয়ে দেখার পাশাপাশি তাঁর থেকেও নানা তথ্য জানতে চাইছে সিবিআই।

এদিকে জানা গেছে, ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার বিরুদ্ধে ভোট-পরবর্তী হিংসার মামলা হয়েছে যার তদন্ত সিবিআই করছে সেক্ষেত্রেও এই বিধায়ক সিবিআইয়ের নজরে রয়েছে। তবে শওকত মোল্লার সিবিআইয়ের ডাকে সাড়া না দিয়ে ভুল করছেন বলেও ওয়াকিবহাল মহলের অভিমত। এর ফলে শওকত মোল্লা কে যেকোনো দিন সিবিআই গ্রেপ্তার করে নিতে পারে। কারণ শওকত মোল্লার মনে রাখা উচিত তিনি আর যাই হোক অভিষেক বন্দ্যোপাধ্যায় কিংবা পার্থ চট্টোপাধ্যায় নন।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ