জেলা 

Mamata Banerjee: স্বাস্থ্যসাথী কার্ড ফেরালেই দায়ের হবে এফআইআর, বাতিল করা হবে হাসপাতালের লাইসেন্স, নির্দেশ মুখ্যমন্ত্রীর

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে এবার আরো কড়া পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি পুলিশকে নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য সাথী কার্ড ফেরালে এফআইআর দায়ের করতে। মামলা রুজু করে সংশ্লিষ্ট হাসপাতালের লাইসেন্স বাতিল করার নির্দেশ দিয়েছেন। আজ মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘোষণা দেন।

উল্লেখ্য, স্বাস্থ্যসাথীর পরিষেবা নিতে গিয়ে ফিরে আসার বহু অভিযোগ উঠেছে। গত বুধবার নবান্নে একটি বৈঠকে স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, সেখানে বৈঠকে তিনি জানতে চান, স্বাস্থ্যসাথী নিয়ে কেন এত অভিযোগ উঠছে। কোনও অভিযোগ এলে তা গুরুত্ব দিয়ে দেখার নির্দেশ দেন মমতা।

Advertisement

মুখ্যমন্ত্রীর এ হেন নির্দেশ পাওয়ার পরই নড়েচড়ে বসে স্বাস্থ্য দফতর। তা ছাড়া, স্বাস্থ্য়সাথীর বিলে দেখা যাচ্ছে, অনেক রোগী ভিন্ রাজ্য যাচ্ছেন চিকিৎসার জন্য। এই বিষয়টি মুখ্যমন্ত্রীর নজরে এসেছে।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ