জেলা 

কামারকুন্ডু স্টেশনে সাবওয়ে নির্মাণের কাজ শুরু হতে চলেছে, দীর্ঘ দিনের দাবি পূরণ হওয়ায় খুশি এলাকার মানুষ

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সেখ আবদুল আজিম : আজ সোমবার ১৬ মে কে জি ডি গ্রাম পঞ্চায়েতের সভাগৃহে কামারকুন্ডু স্টেশন সাব ওয়ে সম্পর্কিত একটি মিটিংয়ে আয়োজন করা হয়েছিল। এই মিটিংয়ে ডি.এম, এস.পি, এস.ডি.ও, ডি.এস.পি, বি.ডি.ও, ও.সি, পূর্ব রেলের পদস্থ ইঞ্জিনিয়াররা সহ হরিপালের বিধায়ক ডা: করবী মান্না উপস্থিত ছিলেন। দীর্ঘ আন্দোলনের ফলে স্থানীয় জনতার দাবীকে মান্যতা দিয়ে অবশেষে রেল কর্তৃপক্ষ সাব ওয়ে নির্মাণ করতে সম্মত হলো এবং রেল কর্তৃপক্ষও এই সাব ওয়ের প্রয়োজনীয়তা অনুধাবন করেন।

আজকের এই মিটিংয়ে বেশ কয়েকটি সিদ্ধান্ত সহমতের ভিত্তিতে গ্রহণ করা হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে সাড়ে ৬ কোটি টাকা ব্যয়ে সাব ওয়েটির নির্মাণের কাজ শুরু হবে। যেহেতু লেভেল ক্রসিংয়ের স্থানেই সাব ওয়েটি নির্মাণ হবে তাই লেভেল ক্রসিং টি বন্ধ করে দেওয়া হবে। লেভেল ক্রসিং বন্ধের ফলে সমস্ত স্তরের মানুষের সমস্যার কথা মাথায় রেখে যানবাহন চলাচলের জন্য উড়ালপুলটি খুলে দেওয়া হবে ও সাধারণ পথচারীদের জন্য লেভেল ক্রসিংয়ের পাশেই সাময়িককালের জন্য ৫ ফুট চওড়া একটা রাস্তা চালু করা হবে। পথচারীদের সুরক্ষার জন্য এই রাস্তাটি সর্বক্ষণের পাহারায় নিরাপত্তারক্ষী থাকবে।

Advertisement

দীর্ঘ টালবাহানার পর আজকের এই সাব ওয়ে নির্মাণের সিদ্ধান্তে কামারকুন্ডু সহ বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষের দীর্ঘদিনের যে দাবী তা পূরণ হতে চলেছে।

আমি জানি যে সাব ওয়ে নির্মাণ চলাকালীন কিছু অসুবিধার সম্মুখীন হতে হবে আমাদের কিন্তু তা সত্বেও সবার কাছে আমার অনুরোধ যে সাব ওয়ে নির্মাণ চলাকালীন রেল কর্তৃপক্ষের সাথে সহযোগিতা করুন এই আবেদন জানালেন স্থানীয় বিধায়ক করবী মান্না।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ