বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

Pallavi Dey: ‘আমি সিরাজের বেগম’ থেকে ‘মন-মানে না’ সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী পল্লবীর ঝুলন্ত দেহ উদ্ধার গড়ফায়, নেপথ্যে রহস্য?

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : ‘আমি সিরাজের বেগম’ থেকে ‘মন-মানে না’ সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী পল্লবীদের ঝুলন্ত দেহ রবিবার সকালে উদ্ধার হল কলকাতার গড়ফার এক আবাসন থেকে । প্রাণবন্ত এই অভিনেত্রী গতকাল রাত পর্যন্ত ‘মন-মানে না’ নামে নতুন জনপ্রিয় ধারাবাহিকতার জন্য শুটিং করেছেন এবং বন্ধুদের সঙ্গে মোমোও খেয়েছেন । তারপর আজ সকালে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার নিয়ে রহস্য দানা বাঁধছে ।

‘আমি সিরাজের বেগম’ ধারাবাহিকে সিরাজের স্ত্রী লুৎফা-র চরিত্রে অভিনয় করেছিলেন পল্লবী। এই চরিত্রের জন্য তিনি জনপ্রিয়ও হয়ে ওঠেন। তার আগে ‘রেশম ঝাঁপি’ ধারাবাহিকেও তাঁকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল। বর্তমানে ‘মন মানে না’ নামে একটি ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছিলেন পল্লবী। টলিউডে পল্লবীর যাত্রা খুব বেশি দিন হয়নি। ‘কুঞ্জছায়া’ নামে একটি ধারাবাহিকেও তিনি অভিনয় করেছিলেন।

Advertisement

রবিবার সকালেই তাঁর গড়ফার ফ্ল্যাট থেকে তাঁকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন তাঁর সঙ্গী। তিনিই পুলিশকে খবর দেন। পুলিশ অভিনেত্রীর দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।বর্তমানে পল্লবী অভিনয় করছিলেন ‘মন মানে না’ ধারাবাহিকে। হাওড়ার সাঁতরাগাছির মেয়ে পল্লবী ছোটবেলা থেকেই অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন । টলিউডের অভিনেত্রী হিসাবে তিনি খুব বেশি দিন কাজ করেননি । কিন্ত ইতিমধ্যে সাধারণ মানুষের নজর কেড়েছিলেন পল্লবী । বিশেষ করে ‘আমি সিরাজের বেগম’ সিরিয়ালের মুখ্য চরিত্রে অভিনয় করে বাঙালির মেয়েদের মন জয় করে নিয়েছিলেন । তাঁর অসম্ভব জনপ্রিয়তার কারণেই ধারাবাহিকগুলিতে তিনি চুটিয়ে কাজ করার সুযোগ পাচ্ছিলেন । ‘আমি সিরাজের বেগমের’ আগে ‘রেশম ঝাঁপি’তেও জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছিলেন ।এবার ‘মন-মানে-না’ সিরিয়ালেও তিনি মানুষের জন জয় করে নিয়েছিলেন । তাঁর এই অকাল প্রয়াণে শোকস্তব্ধ টালিগঞ্জ ।

জানা গেছে, পল্লবীর বাড়ি সাঁতরাগাছি হওয়া সত্ত্বেও বাড়িতে না থেকে তিনি একজনের সঙ্গে লিভ-ইন করতেন । তাই গড়ফার আবাসনে থাকতেন। গতকাল রাতে তাঁর বন্ধুর সঙ্গে কথা কাটাকাটি হয়েছিল বলে পুলিশ জানতে পেরেছে । তবে তদন্ত চলছে । পুলিশের প্রাথমিক অনুমান পল্লবী আত্মহত্যা করেছে । এই আত্মহত্যার নেপথ্যে কে রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ