কলকাতা 

MSC: সরকার অনুমোদিত মাদ্রাসার শিক্ষকদের বদলীর ই- কাউন্সিলিং পিছিয়ে গেল

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি : রাজ্য সরকারের শিক্ষা দফতর যখন প্রতিদিনই শিক্ষকদের নিজেদের জেলা এবং বাড়ির কাছে পোস্টিং দিচ্ছে ঠিক তখন অনেক আগে থেকে শুরু করেও বারবার পিছিয়ে যাচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশন । এক বছর আগে বদলীর আবেদন নেওয়ার পর গত বছর ৩১ ডিসেম্বর প্রথম বদলীর আবেদনকারীদের নাম প্রকাশ করে । সেখানেও দেখা যায়, একবার বদলী হওয়ার পর বেশ কিছু শিক্ষক আবার নতুন করে বদলীর আবেদন করেছে । এই বিষয়টি সামনে আসার পর আবার মাদ্রাসা সার্ভিস কমিশন নামের তালিকা প্রকাশ । এখানেও দেখা যায় অনেক আবেদনকারীর নাম বাদ পড়ে যায় । তাঁদেরকে আবার সংযুক্ত করা হয় । এভাবে প্রতিনিয়ত সার্ভিস কমিশন আপডেট করতে করতে অনেকটা সময় পার করে ফেলে । এদিকে স্কুল সার্ভিস কমিশন এই সময়ের কয়েক হাজার শিক্ষককে বাড়ির কাছাকাছি বদলী করে দেয় । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উদাত্ত আহ্বান তার ফলেই শিক্ষা দফতর তৎপর হয়েছে । মুখ্যমন্ত্রীর কথা কার্যকর করতে । অথচ, সংখ্যালঘুদের বিপুল জনসমর্থন নিয়েই ক্ষমতায় বসেছেন মমতা ।

এদিকে মাদ্রাসা সার্ভিস কমিশন বহু প্রতীক্ষিত বদলী নোটিশ গত ১০ মে জারি করে । সেখানে বলা হয় আগামী ১৪ মে প্রকাশিত হবে মাদ্রাসার বিষয় ভিত্তিক শূন্যপদ, অন্যদিকে ১৫ মে থেকে ই-কাউন্সিলিয়ং শুরু হবে । কিন্ত ১৩ মে রাতে হঠাৎ-ই মাদ্রাসার বিষয়ভিত্তিক শূন্যপদ প্রকাশিত হয়ে যায় । আর তাতেই দেখা যায় অনেক মাদ্রাসায় শূন্যপদ থাকা সত্ত্বে কোনো এক অজানা কারণে তা প্রকাশ করা হয়নি । আর এনিয়ে শুরু হয় রাজ্যের সংখ্যালঘু সমাজে ব্যাপক অসন্তোষ ।

Advertisement

বিভিন্ন মাদ্রাসার পরিচালকরা ক্ষোভ প্রকাশ করেন । আবার কিছু মাদ্রাসার ক্ষেত্রে দেখা গেছে সেখানে নির্দিষ্ট বিষয়ে শিক্ষক মাদ্রাসা সার্ভিস কমিশন আগে পাঠিয়েছে কিংবা বদলীর মাধ্যমে পাঠিয়েছে তারপরও ওই বিষয়গুলিতে শূন্যপদ  দেখানো হয়েছে । কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি মাদ্রাসা শিক্ষক সংখ্যা তলানীতে ঠেকাছে তারপর সেই সব মাদ্রাসায় শুন্যপদ দেখানো হয়নি বলে অভিযোগ । যাই হোক মাদ্রাসা কমিশন ১৫ মে থেকে ই-কাউন্সিলিং ঘোষণা করার পর্ রবিবার সকালে মাদ্রাসার শিক্ষকরা বহু প্রত্যাশা নিয়ে আবেদন করতে গিয়ে দেখেন আজ রবিবার ই-কাউন্সিলিং হবে না । কারন আর কিছু শূন্যপদ যুক্ত হবে , নতুন করে শূন্যপদের তালিকা প্রকাশিত হওয়ার পর আগামী ২০ মে জানানো হবে কবে থেকে মাদ্রাসায় কাউন্সিলিং হবে । সার্ভিস কমিশনের এই ঘোষনায় মাদ্রাসা শিক্ষকদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে । তাঁদের অভিযোগ প্রায় এক বছর ধরে এই বদলীর প্রস্ততি চলছে তারপরেও শেষ মুহূর্তে কেন পিছিয়ে গেল ?


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ