জেলা 

কমরেড রমনীকান্ত দেবশর্মার জীবনাবসান

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি : উত্তর দিনাজপুর জেলার প্রবীণ সিপিআই (এম) নেতা, রাজ্যের প্রাক্তন মন্ত্রী কমরেড রমনীকান্ত দেবশর্মার জীবনাবসান হয়েছে। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার এসএসকেএম হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বয়স হয়েছিল ৭৮ বছর। তাঁর স্ত্রী, দুই পুত্র ও দুই কন্যা বর্তমান। সিপিআই (এম) পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক মহম্মদ সেলিম কমরেড রমনীকান্ত দেবশর্মার জীবনাবসানে গভীর শোক প্রকাশ করেছেন।

কমরেড রমনীকান্ত দেবশর্মা তৎকালীন পশ্চিম দিনাজপুর জেলায় কৃষক আন্দোলনের মধ্য দিয়ে কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত হন। তিনি প্রথমে সিপিআই (এম)-র অবিভক্ত পশ্চিম দিনাজপুর জেলা কমিটির সদস্য ও পরে উত্তর দিনাজপুর জেলা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ছিলেন একজন জনপ্রিয় শিক্ষক। জেলায় কৃষক আন্দোলনের নেতৃত্বে ছিলেন তিনি।

Advertisement

কমরেড রমনীকান্ত দেবশর্মা কালিয়াগঞ্জ বিধানসভা থেকে ১৯৮৭ সালে সিপিআই (এম)-র বিধায়ক নির্বাচিত হন। ১৯৯১ সালে এই কেন্দ্র থেকে পুনঃনির্বাচিত হন। তিনি ১৯৮৭ থেকে ১৯৯১ সাল পর্যন্ত বামফ্রন্ট সরকারের ভূমি ও ভূমি সংস্কার এবং পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ছিলেন।

বেশ কিছুদিন ধরেই তিনি কিডনিজনিত অসুস্থতায় ভূগছিলেন। রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। গুরুতর অসুস্থতার জন্য বুধবার তাঁকে কলকাতায় নিয়ে আসা হয়। এসএসকেএম হাসপাতালের নেফ্রোলজি বিভাগে তিনি চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার ভোর ১-৩৭ মিনিট নাগাদ তিনি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রয়াত কমরেডের মরদেহ সড়কপথে কালিয়াগঞ্জে নিয়ে যাওয়া হবে। তাঁর পুত্র পবিত্র দেবশর্মা সঙ্গে রয়েছেন।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ