জেলা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

ধনিয়াখালি মেলামেশা সাহিত্য বাসরের রবীন্দ্রজয়ন্তী

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সংবাদদাতা, বাংলার জনরব ধনিয়াখালি: রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্তের সাথে সাথে ‘ধনিয়াখালি মেলামেশা সাহিত্য বাসর’ আয়োজিত বিশ্বকবির ১৬১ তম জন্মোৎসব সশ্রদ্ধায় উদযাপিত হলো স্থানীয় সুরভি পাঠাগারে। একদল কচিকাঁচা ও পূর্ণবয়স্ক মানুষের উপস্থিতিতে গত ৯ মে আয়োজিত সাহিত্য বাসরের মনোজ্ঞ রবীন্দ্রসন্ধ্যার শুভ সূচনা হয় প্রাজ্ঞ শিল্পী অমল কান্ত দাসের দরদি কন্ঠে পরিবেশিত ‘ হে নুতন দেখা দিক আর বার…’ জনপ্রিয় সঙ্গীত দিয়ে। রবীন্দ্র জয়ন্তী মানেই একগুচ্ছ রবীন্দ্র সংগীত, রবীন্দ্র নৃত্য, আবৃত্তি এবং আলোচনায় ভরপুর থাকবে সমগ্র অনুষ্ঠান ‌। ঠিক সেভাবেই কাঙ্ক্ষিত বিষয়গুলি দিয়ে‌ই সুচারুরূপে সাজানো হয়েছিল এদিনের অনুষ্ঠান। বাসরের সম্পাদক তথা বিশিষ্ট উপন্যাসিক স্বপন কুমার হালদারের ঐকান্তিক প্রয়াস ও পরিচালনায় এদিন রবীন্দ্র সন্ধ্যা উপভোগ্য আনন্দ মুখর হয়ে উঠেছিল।

বাসরের সভাপতি অরুপ বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে আয়োজিত রবীন্দ্র আলোচনাটি বেশ তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। অনুষ্ঠানে একমাত্র আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহিত্যিক সেখ আব্দুল মান্নান। তিনি তাঁর সংক্ষিপ্ত আলোচনায় কবিগুরুর সমন্বয় সম্প্রীতির দিকটি উল্লেখ করে শিলাইদহে বেড়িয়ে আসার অভিজ্ঞতা তুলে ধরেন। আজকের দিনে রবীন্দ্রনাথের প্রাসঙ্গিকতা নিয়ে‌ মনোজ্ঞ আলোচনা করেন অধ্যাপক দীনবন্ধু কুন্ডু। স্বল্প পরিসরে ব্যতিক্রমী আলোকপাত করেন স্থানীয় উপন্যাসিক জারিফুল হক।এদিন বাসরের তরফে জীবনকৃতি সাহিত্য সম্মাননায় সম্বোর্ধিত করা হয় প্রাজ্ঞ কবি সতীনাথ আদককে।

Advertisement

বাসরের সহ সভাপতি প্রতীক্ষা মল্লিক, সহ সম্পাদক শুভেন্দু হালদারের ‌উপস্থিতিতে যাঁরা কথায়, গানে, কবিতায়, নাটকে ও নৃত্যে সমগ্র অনুষ্ঠানকে প্রাঞ্জল করে তুলেছিলেন তাঁরা হলেন অমিয়া বন্দ্যোপাধ্যায়, চন্ডীচরণ সী, রাজু শর্মা, কাশিনাথ মোদক, ডা: শুকদেব ঘোষ, কুমার মোদক, উদয় সেন,শিবপদ পাত্র, চন্দ্রানী সাধুখাঁ, তনুশ্রী সরকির, গুরুপদ মজুমদার, দয়াল হরি ভড়, জিসা ভড়, বৃষ্টি মান্না, মহ. কে. বাসার বুলবুল, সৌরভ পাত্র, মিষ্টু মোহান্ত, তাপসী ওঝা,স্মিতা সিংহ রায়,সঞ্জয় চট্টোপাধ্যায়, স্বপ্না মান্না, সৌভিক দে, শরৎ চন্দ্র মালিক, প্রমুখ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ