জেলা 

পলতায় ‘ভারত জাগরণ আন্দোলন’ মঞ্চের তাৎপর্যপূর্ণ অনুষ্ঠান

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সংবাদদাতা, বাংলার জনরব, পলতা: গত ৮ মে ২০২২ এক ‘ ভারত জাগরণ আন্দোলন’ মঞ্চের এক ব্যতিক্রমী অনুষ্ঠান হয়ে গেল পলতা ঘোষপাড়া এনামেল বাবু কোয়ার্টারের সভামঞ্চে। এ্যায়োকেন ইন্ডিয়া মুভমেন্ট ( এ আই এম) অর্থাৎ ভারত জাগরণ আন্দোলন মঞ্চের দিনব্যাপী অনুষ্ঠানের বিকেলে মঞ্চের উদ্দেশ্য সম্পর্কে একটি জনসভার আয়োজন করা হয়। যার মূল উদ্দেশ্য ছিল ভারতবর্ষে সংঘটিত যাকিছু অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে জনজাগরণ গড়ে তোলা।

বিশেষ করে চলমান করোনার প্রতিরোধে যে সব পদক্ষেপ নেওয়া হয়েছে তা নাকি অনেকাংশে বিজ্ঞান ভিত্তিক নয় বলেই অভিমত মঞ্চের কর্মকর্তাদের । তাঁরা মনে করেন মাস্ক ব্যবহারে উপকারের পরিবর্তে মানুষের অপকার হচ্ছে। আর ওই ধারণাকে সামনে রেখেই এদিন গুঞ্জা এন্টারটেইনমেন্ট মিউজিক ভিডিও প্রযোজিত তাঁরা একটি স্বল্প পরিসরের তথ্যচিত্র প্রদর্শন করে উপস্থিত ‌দর্শক শ্রোতাদের এ্যান্টি মাস্ক আন্দোলন সম্পর্কে অবহিত করেন। ‘নো মাস্ক’ শিরোনামে পরিবেশিত তথ্যচিত্রটির লেখক সুরকার বিশিষ্ট অভিনেত্রী শর্মিষ্ঠা চট্টোপাধ্যাওয় এবং পরিচালক অভিনেত্রী গুঞ্জা সেন।

Advertisement

এদিন তথ্যচিত্র প্রদর্শনের আগে আয়োজিত আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব জয়ন্ত রসিক, বিশিষ্ট সাহিত্যিক সেখ আব্দুল মান্নান, দৈনিক যুগশঙ্খের চিফ রিপোর্টার রক্তিম দাশ, প্রমুখ। তাঁরা প্রত্যেককেই এআইএম এর উদ্যোক্তাদের তরফে বিশেষ সম্মানে সম্মানিত করা হয়।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ