জেলা 

হুগলির ঐতিহ্যবাহী রাজহাটি বন্দর হাইস্কুলে উচ্চ মাধ্যমিক পর্যায়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হয়ে গেল সায়েন্স-সেমিনার

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

আকাশ পারভেজ : ছাত্রজীবনে ক্লাস টুয়েলভ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্ষ। তাই বিজ্ঞান বিভাগ নিয়ে যে সমস্ত ছাত্র-ছাত্রীরা উচ্চ মাধ্যমিক পড়ছে কিংবা চলতি বছরে পরীক্ষা দিয়েছে, তাদের নিয়ে আজ মঙ্গলবার হুগলি জেলার আরামবাগে ঐতিহ্যশালী প্রতিষ্ঠান রাজহাটি বন্দর হাইস্কুলে এক সায়েন্স সেমিনারের আয়োজন করেছিল কলকাতার নিট প্রশিক্ষণের অন্যতম কেন্দ্র স্যান্ডফোর্ড অ্যাকাডেমি।

এদিন সেমিনারের মুখ্য আলোচনা ছিল- ক্লাস টুয়েলভ এর পর বিজ্ঞান বিভাগের ছাত্র-ছাত্রীদের জন্য কোন কোন দিকে পড়াশোনার সুযোগ আছে এবং তার প্রস্তুতি কীভাবে নিতে হয়।আর আলাপচারিতায় অবশ্যই ছিল ডাক্তারিতে ভর্তি হওয়ার প্রবেশিকা পরীক্ষা নিট এর জন্য বিস্তারিত আলোচনা।

Advertisement

তবে এ দিনের কর্মসূচির শুরুতেই ছিল ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষ একটি দক্ষতা নির্ণায়ক পরীক্ষা। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স এবং বায়োলজি এই চারটি বিষয়ের 60টি mcq প্রশ্ন নিয়ে ছিল এদিনের পরীক্ষা। এই পরীক্ষার মূল উদ্দেশ্য, ছাত্র-ছাত্রীদের কার কোন দিকে দক্ষতা আছে তা নির্ণয় করা। এই পরীক্ষায় রাজহাটি বন্দর হাই স্কুলের ছাত্র অর্ঘ্য হাজরা সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করে। এধরনের পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকে তার কারণে অনেকে বেশি নাম্বার পাওয়ার পরও নম্বর কমে যায়। এই দিকটি বিশেষ ভাবে দৃষ্টি আকর্ষণ করেন বিশেষজ্ঞ প্রশিক্ষকগণ। প্রতিযোগিতামূলক পরীক্ষায় নেগেটিভ মার্কিং-এর ব্যাপারে বিশেষভাবে সচেতন হওয়ার তাগিদ দেন তাঁরা।

এরপর উপস্থিত ছাত্র-ছাত্রীদের জন্য ফিজিক্স এবং বায়োলজি বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করেন কলকাতার দুই অভিজ্ঞ শিক্ষক প্রিয়ম দে এবং সঙ্গীত হালদার। বিষয়ের ভিত মজবুত হলে পড়াশোনা আনন্দদায়ক হয় এবং এ ধরনের পরীক্ষায় সাফল্য পেতে এই দুটোরই খুব প্রয়োজন হয় বলে জানান তাঁরা। ডাক্তারিতে ভর্তি পরীক্ষা নিট-এ ম্যাথমেটিক্স না থাকলেও ফিজিক্স এবং কেমিস্ট্রি বিষয়ে ভালো নম্বর তুলতে ম্যাথমেটিক্স-এ খুব ভালো হতে হয়। বিশেষ করে ক্যালকুলাস, ভেক্টর অ্যালজেবরা, কোঅর্ডিনেট জিওমেট্রি ইত্যাদি বিভাগে ভালো ছাত্র ছাত্রীরা ফিজিক্স- কেমিস্ট্রিতে ভালো নম্বর তুলে আনতে পারে, বলে জানান বিশিষ্ট গণিত শিক্ষক নায়ীমুল হক। বর্তমান সময়ে প্রতিযোগিতামূলক পরীক্ষা দিন দিন শক্ত হচ্ছে। এ ধরনের প্রতিযোগিতায় টিকে থাকতে হলে নিবিড় অনুশীলনের প্রয়োজন, তাই আবাসিক শিক্ষা ব্যবস্থার উপর জোর দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়োপযোগী কিছু কথা ছাত্র-ছাত্রীদের জন্য তুলে ধরেন বিশিষ্ট ইঞ্জিনিয়ার এবং স্যান্ডফোর্ড অ্যাকাডেমির ম্যানেজিং ডাইরেক্টর শেখ জসিম উদ্দিন মন্ডল।

এদিনের এই উদ্যোগে সামিল হয়েছিলেন এলাকার বিভিন্ন শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাব্রতী গুনীজনেরা। উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক বিমল কুমার মাইতি, নির্মল রায়, সুমন সামন্ত, দেবাশিস মহাপাত্র, রাজকুমার মান্ডি, পাপাই প্রামানিক প্রমূখ। এঁদের মধ্যে মূল উদ্যোক্তা ছিলেন রাজহাটি বন্দর হাইস্কুলের প্রধান শিক্ষক তথা বিশিষ্ট লেখক ও শিল্পী নভেন্দু সামন্ত। তিনি এদিনের অনুষ্ঠানের পটভূমিকা সহ আলোচনা করেন ছাত্র-ছাত্রীদের জন্য আগামী দিনের বেশ কিছু কর্মসূচির কথা। আসন্ন নিট পরীক্ষার জন্য বিশেষ মক টেস্ট সিরিজ নেওয়ার চিন্তা-ভাবনা চলছে বলে তিনি জানান। এছাড়াও তিনি বলেন ছোট থেকে ছাত্র-ছাত্রীদের সঠিক প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তোলার তাগিদ নিয়ে খুব শিঘ্রী সিদ্ধান্ত নেয়া হবে অষ্টম, নবম ও দশম শ্রেণির ছাত্র-ছাত্রীদের জন্য অত্যন্ত কার্যকর ফাউন্ডেশন কোর্স। এদিন তাঁকে স্যান্ডফোর্ড অ্যাকাডেমির পক্ষ থেকে জানানো হয় সংবর্ধনা, প্রদান করা হয় ‘স্যান্ডফোর্ড শিক্ষা সম্মান 2022’ বিশেষ সম্মাননা।

এদিন অনুষ্ঠানের আনন্দময় সঞ্চালনার দায়িত্বভার ছিল বিশিষ্ট ইংরেজি শিক্ষক তথা স্যান্ডফোর্ড অ্যাকাডেমির এক্সিকিউটিভ ডাইরেক্টর পান্থ মল্লিকের হাতে। অত্যন্ত দক্ষতার সঙ্গে স্থানীয় শিক্ষকদের সহযোগিতায় সমগ্র সায়েন্স-সেমিনার পরিচালনা করেন তাঁরা। এদিনের সেমিনারটি ছিল ছাত্র-ছাত্রীদের জন্য প্রকৃত অর্থেই এক আলোকবর্তিকা।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ