দেশ 

সমাজকর্মীদের গ্রেপ্তারিতে হস্তক্ষেপ করবে না শীর্ষ আদালত, তবে তাঁদের গৃহবন্দীর মেয়াদ বাড়াল আরও চার সপ্তাহ , বিচার হবে নিম্ন আদালতেই নির্দেশ সুপ্রিম কোর্টের

শেয়ার করুন
  • 5
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : ভীমা-কোরেগাঁও হিংসা মামলায় পাঁচ সমাজকর্মীর গ্রেপ্তারির বিষয়ে  হস্তক্ষেপ করবে না সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি দীপক মিশ্রর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ আজ একথা জানিয়ে দিয়েছেন। এমনকী অভিযুক্তদের মুক্তির আবেদনও খারজ করে দিয়েছে শীর্ষ আদালত ।তাঁদেরকে নিম্ন আদালতে যেতে বলা হয়েছে।

এছাড়া এই মামলায়  স্বাধীন তদন্তকারী দল গঠনের আবেদন প্রত্যাখ্যান করে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট আজ পুনের পুলিশকে ঘটনার তদন্ত প্রক্রিয়া জারি রাখতে  নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি অভিযুক্তদের গৃহবন্দীর মেয়াদ আরও চার সপ্তাহ বাড়ানো হয়েছে।

Advertisement

কোরেগাঁও-ভীমা হিংসার ঘটনায় গত ২৮ অগাস্ট দেশের বিভিন্ন শহর থেকে গ্রেপ্তার করা হয়েছিল কবি ভারাভারা রাও, আইনজীবী সুধা ভরদ্বাজ, সমাজকর্মী অরুণ ফেরিরা, ভারনন গনসালভেজ় এবং গৌতম নাভলাখাকে। সুপ্রিম কোর্টের নির্দেশে ২৯ অগাস্ট থেকে তাঁরা গৃহবন্দী রয়েছেন।

এদিকে অভিযুক্ত সমাজকর্মীদের শিগগিরই মুক্তি এবং স্বাধীন তদন্তের আবেদন জানান ঐতিহাসিক রোমিলা থাপার। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানির পর সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, সামগ্রিক ঘটনা খতিয়ে দেখতে নিম্ন আদালতে নির্দেশ দেয় ।

 


শেয়ার করুন
  • 5
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

eighteen + seven =