দেশ 

লোকসভা নির্বাচনের আগে লোকপাল গঠনের লক্ষ্যে সার্চ কমিটি গঠন করল কেন্দ্র সরকার

শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : মোদী সরকার ২০১৯-এর লোকসভা নির্বাচনের আগে লোকপাল গঠন করতে চায় সেই লক্ষ্যেই লোকপালের চেয়ারপার্সন এবং সদস্য মনোনয়নের জন্য সার্চ কমিটি গঠন করল কেন্দ্রীয় সরকার। সুপ্রিম কোর্টের বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইকে সার্চকমিটির চেয়ারপার্সন করা হয়েছে।

কমিটিতে রয়েছেন এসবিআই-এর প্রাক্তন চেয়ারপার্সন অরুন্ধতী ভট্টাচার্য, প্রসার ভারতী প্রধান এ সূর্যপ্রকাশ, ইসরো-র চেয়ারম্যান এ এস কিরণ কুমার, বিচারপতি সখারাম সিং যাদব, প্রাক্তন এসজি রঞ্জিত কুমার, আইএলডি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ললিত কুমার পানওয়ার, গুজরাত পুলিশের প্রাক্তন ডিজিপি সাবির হুসেন এস খাণ্ডওয়ালা।

Advertisement

সম্প্রতি লোকপাল সিলেকশন কমিটির একাধিক বৈঠক এড়ান কংগ্রেস নেতা মল্লিকার্জুন খার্গে। প্রধানমন্ত্রীকে চিঠি লিখে নিজের অসন্তোষের কথা জানান তিনি। এরপরই লোকপালের চেয়ারপার্সন এবং সদস্য মনোনয়নে তৎপর হয়ে ওঠে কেন্দ্র। কেন্দ্র এবং রাজ্যের গভর্নিং বডি যথাক্রমে লোকপাল এবং লোকায়ুক্ত। কোনও পাবলিক সার্ভেন্ট দুর্নীতিতে জড়িত কি না তা খতিয়ে দেখার জন্য এই নিয়োগ। ২০১৩ সালে লোকপাল এবং লোকায়ুক্ত আইন পাস হয়।

 

 

 

 

 


শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

twenty + 13 =