কলকাতা 

বর্ষার জমা জলের মোকাবিলা করতে রিয়েল টাইম অ্যালার্মিং সিস্টেম বসিয়ে অভিনব উদ্যোগ কলকাতা পুরসভার

শেয়ার করুন
  • 4
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

জামিতুল ইসলাম,কলকাতা : আগামী বর্ষায় কী জল জমার যন্ত্রণা থেকে কিছুটা হলেও রেহাই মিলবে? কলকাতা পুরসভা অন্তত সেই লক্ষ্যেই প্রস্তুতি নিচ্ছে। সমস্যার মোকাবিলায় হাতিয়ার অভিনব প্রযুক্তি। ভারি বৃষ্টি বা আবহাওয়া সংক্রান্ত তথ্য দিতে শহরের বিভিন্ন জায়গায় বসছে রিয়েল টাইম অ্যালার্মিং সিস্টেম। বর্ষাকাল হোক বা অন্য সময় – ভারি বৃষ্টি হলেও জলে ডুবে যায় শহরের বেশ কিছু অংশ। বেহালা, কালিঘাট, নিউটাউনের কিছু অংশ, ঠনঠনিয়া, কলেজ স্ট্রিট – ভারী বৃষ্টি হলেও এইসব অঞ্চলের মানুষের ভোগান্তি নিশ্চিত। চেনা ছবিটা কী এবার বদলাবে? জল জমার পরিস্থিতি মোকাবিলায় অভিনব উদ্যোগ কলকাতা পুরসভার।

পুর এলাকায় বসছে ফ্লাড অ্যালার্মিং রিয়েল টাইম সিস্টেম। কীভাবে কাজ করবে এই প্রযুক্তি ৷ ভারী বৃষ্টি বা খারাপ আবহাওয়ার সতর্কতা মিলবে ৷ পুরসভা ও পুলিশের কন্ট্রোল রুমের সঙ্গে সংযোগ থাকবে সেটি ৷ আগাম খবরের ভিত্তিতে ব্যবস্থা নেবে পুরসভা ৷ জল জমলেও দ্রুত সেই খবর পৌঁছবে ৷ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের আর্থিক সহযোগিতায় এই প্রকল্প হাতে নেয় পুরসভা। গত ৪০ বছরে জল জমার খতিয়ান সহ অন্যান্য তথ্য খতিয়ে দেখে তৈরি হয়েছে রিয়েল টাইম ডেটা। তার ভিত্তিতেই তৈরি হয়েছে পরিকল্পনা ৷ ৪৫৫ টি জায়গায় অ্যালার্মিং সিস্টেম বসবে ৷ গঙ্গার উপকূল ও খালের ধারেও বসানো হবে ৷

Advertisement

পুরসভা এলাকাকে তিনটি জোনে ভাগ করা হবে ৷ দেশের মধ্যে প্রথম কলকাতাতেই চালু হচ্ছে এধরণের প্রযুক্তি। ভারি বৃষ্টি ও জল জমার সমস্যা ইতিমধ্যেই অনেকটা মিটিয়ে ফেলা সম্ভব হয়েছে বলে দাবি পুরসভার। অনেকক্ষেত্রেই অবশ্য বাস্তবের সঙ্গে তা মেলে না। তবু নতুন প্রযুক্তিতে শহরবাসীর হয়রানি কমবে, এমনটা আশা করা যেতেই পারে।


শেয়ার করুন
  • 4
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

four × one =