জেলা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

সাহিত্য পাঠ ও আলোচনায় মুখর লোকাবাটি ঈদ মিলন অনুষ্ঠান

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সংবাদদাতা বাংলার জনরব,লোকাবাটি: ‘ধনিয়াখালী মেলামেশা সাহিত্য বাসর’ এর উদ্যোগে সাড়ম্বরে উদযাপিত হলো ঈদ মিলন অনুষ্ঠান। গত ৪ মে ২০২২ বুধবার সন্ধ্যায় ধনিয়াখালী লোকাবাটির সাহিত্যিক জারিফুল হকের বাসভবন ‘সাম্পানন’এ আয়োজিত এদিনের মিলন উৎসব মুখর হয়ে ওঠে কবি সন্ধ্যা রং, কবি সেখ সিরাজ, ঔপন্যাসিক স্বপন কুমার হালদার, গল্পকার কবি প্রাবন্ধিক সেখ আব্দুল মান্নান এবং সাহিত্যিক জারিফুল হকের প্রাঞ্জল অংশগ্রহণে।

এদিন অনুষ্ঠানে অন্যান্য কার্যক্রমের পাশাপাশি কবি সন্ধ্যা রং , ঔপন্যাসিক স্বপন‌ কুমার হালদার এবং কবি সেখ সিরাজের পরিবেশিত একগুচ্ছ কবিতা অনুষ্ঠানকে উপভোগ্য করে তোলে। সাহিত্যিক জারিফুল হকের গল্পপাঠের পাশাপাশি সেখ আব্দুল মান্নান পাঠ করেন দুটি কবিতা ও একটি অনুগল্প। এদিন অনুষ্ঠানে উল্লেখযোগ্য ‌বিষয় ছিল সমাজ জীবনে ঈদের তাৎপর্য বিশ্লেষণ এবং পঠিত সাহিত্য সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ আলোচনা। এই ধরনের অনুষ্ঠান সমাজে সমন্বয় সম্প্রীতিকে মজবুত করে, সেইসঙ্গে সমৃদ্ধ করে সাহিত্যকেও ।

Advertisement

ফটোতে ডানদিক থেকে সাহিত্যিক‌ স্বপন কুমার হালদার, কবি সন্ধ্যা রং, গল্পকার সেখ আব্দুল মান্নান ও সাহিত্যিক জারিফুল হক।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ