জেলা 

মাওলানা আজাদ একাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম আব্দুল মজিদ সাহেবের স্ত্রী সাহানা সুলতানা ইন্তেকাল করেছেন

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি : মাওলানা আজাদ একাডেমীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তথা মরহুম মুহা. মনিরুজ্জামান সাহেবের প্রিয় ছাত্র মরহুম আব্দুল মুজিদ সাহেবের স্ত্রীী শাহানা সুলতানা(৬২)  আজ রবিবার সকাল সাড়ে সাতটায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন। তিনি কয়েক মাস ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন।

২০২০ সালে আব্দুল মজিদ সাহেবের মৃত্যুর পরে তার স্ত্রী কার্যত শোকাহত হন। তারপর থেকেই  তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়তে থাকেন। আজ রবিবার কলকাতার জিডি  হাসপাতালে তিনি মারা যান। মরহুম আব্দুল মুজিদ ও তাঁর স্ত্রী মরহুম শাহানা সুলতানার একমাত্র কন্যা বারিরাহ সুলতানা মুজিদ (২৭)কে তাঁদের উত্তরাধিকারী হিসেবে রেখে গেলেন।

Advertisement

আব্দুল মজিদ সাহেব জন্ম ভিটা বাগনানের হাল্যানের তাঁদের পারিবারিক কবরস্থানে সাহানা সুলতানা কে দাফন করা হয়েছে। আজ রবিবার সন্ধ্যে সাড়ে সাতটায় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

আব্দুল মুজিদ সাহেবের স্ত্রী শাহানা সুলতানার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মিল্লি আল আমিন মিশন এর সম্পাদক বিশিষ্ট শিক্ষক মাওলানা আব্দুল ওহাব সাহেব। তিনি এক শোক বার্তায় বলেছেন, কয়েক সপ্তাহ আগে আমার সঙ্গে ওনার কথা হয়েছিল তখন উনি বলেছিলেন আমি অসুস্থ, তবে এতটা অসুস্থ ছিল এটা আমার জানা ছিল না। মৃত্যু সবার জীবনে আসবে এটাই আমাদের কাছে স্বাভাবিক। দুঃখের হল এটা মেনে নিতে হবে তার একমাত্র কন্যার জন্য আমাদের কষ্টটা বেশী হচ্ছে। বাপ মা হারিয়ে তাদের একমাত্র কন্যা অনেকটাই অসহায় হয়ে গেল আল্লাহ তাকে ধৈর্য ধরার ক্ষমতা দিক এই কামনা করি। একইসঙ্গে মরহুমার জান্নাত নসিব করুন আল্লাহর কাছে দোয়া চাইছি।

আব্দুল মজিদ সাহেব এর স্ত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হাসনেচা সিনিয়র মাদ্রাসার সুপারিনটেনডেন্ট প্রাক্তন মাদ্রাসার ছাত্র নেতা মোঃ মোজাফফর হোসেন। তিনি মরহুমার আত্মার শান্তি কামনা করেছেন এবং আল্লাহর কাছে প্রার্থনা করেছেন তাকে যেন জান্নাতের উচ্চ মকামে অধিষ্ঠিত করা হয়।

বিশিষ্ট সমাজসেবী এবং আব্দুল মজিদ সাহেবের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু বাইজুল ইসলাম সাহানা সুলতানা মৃত্যুতে গভীর শোক ব্যক্ত করেছেন। মরহুমার আত্মার শান্তি কামনা করার পাশাপাশি তার একমাত্র কন্যার প্রতি সমবেদনা ব্যক্ত করেছেন বাইজুল ইসলাম।

এদিকে বাংলার জনরবের সম্মানীয় সম্পাদক সেখ ইবাদুল ইসলাম শাহানা সুলতানার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন,আব্দুল মজিদ সাহেব এর সঙ্গে ঘনিষ্ঠতার সূত্র ধরেই সাহানা সুলতানার সঙ্গে আমার পরিচয়। মূজিদ সাহেবের মৃত্যুর পরেও মাঝেমাঝেই ফোনে কথা বলতেন আমাদের পরিবারের খোঁজ খবর নিতেন। বিগত কয়েক মাস কথা বলা হয়নি এর মাঝেই এভাবেই চলে গেলেন বিশ্বাস হচ্ছে না। আসলে তিনি অসুস্থ ছিলেন বলেই হয়তো ফোন করতে পারেননি আমরাও তাগিদ দিয়ে আর ফোন করিনি এটাই আমাদের কাছে সবচেয়ে বড় দুঃখের। আল্লাহ তাকে জান্নাত নসিব করুক এই কামনা করি তাঁর একমাত্র কন্যার প্রতি সমবেদনা ব্যক্ত করছি।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ