কলকাতা 

আল-আমিন মিশনের প্রাক্তনীদের অভিনব উদ্যোগে নিউটাউনে গড়ে উঠছে পরিবেশ বান্ধব আবাসন প্রকল্প, আগ্রহীরা এমন সুযোগ মিস করবেন না!

শেয়ার করুন

বুলবুল চৌধুরী : কলকাতার নিউটাউন সেজে উঠেছে নানাভাবে। এখন যে কোন মানুষ মধ্য কলকাতা থেকে নিউটাউনে থাকতে বেশী স্বাচ্ছন্দ্যবোধ করবেন। কিন্তু মধ্যবিত্ত সম্প্রদায়ের কাছে ইচ্ছা থাকলেও উপায় থাকে না, তাই নিউটাউনে জমি নেওয়া দুর – অস্ত ফ্ল্যাট কেনাও এখন মধ্যবিত্তের নাগালের বাইরে হয়ে যাচ্ছে।

কিন্তু আল-আমিন মিশনের প্রাক্তনরা এক অভিনব উদ্যোগের মাধ্যমে নিউটাউনে গড়ে তুলতে চলেছেন এক আবাসন প্রকল্প। এই প্রকল্পটি নিউ টাউন বিশ্ব বাংলা গেটের অদূরে টাটা ক্যান্সার মেডিকেল সেন্টারের পাশে এবং ইউনিটেক ২ এর পাশে তৈরি হচ্ছে।

Advertisement

এক কথায় বলা যেতে পারে আলিয়া বিশ্ববিদ্যালয়ের নিউটাউন ক্যাম্পাসের খুব কাছে প্রকল্পটি তৈরি হচ্ছে। এই আবাসন প্রকল্প হবে সম্পূর্ণ পরিবেশবান্ধব এবং স্বাস্থ্যকর। দেশে-বিদেশে ছড়িয়ে থাকা আল-আমিন মিশনের কৃতীরা নিজেদের উদ্যোগে আবার কোথাও বড় কোনো প্রোমোটার সংস্থার মাধ্যমে এই আবাসন প্রকল্প গড়ে তুলছেন। স্বল্প দামে উন্নত মানের আবাসন পেতে হলে অবশ্যই আপনাকে আল-আমিন মিশনের প্রাক্তনীদের তৈরি করা আবাসন প্রকল্পে যেতে হবে।

এই প্রকল্পে যেমন আল-আমিন মিশনের প্রাক্তনীরা থাকবেন ডাক্তার ইঞ্জিনিয়ার অধ্যাপক শিক্ষক সমাজসেবী সাংবাদিকও থাকবেন একইসঙ্গে সমাজের মননশীল বিশিষ্ট ব্যক্তিরা এই আবাসন প্রকল্পে যুক্ত আছেন। তবে এই আবাসন প্রকল্প শুধুমাত্র আল-আমিন মিশনের প্রাক্তনীদের জন্যই নয় এটা সম্পূর্ণভাবে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের জন্য উন্মুক্ত করা হয়েছে। আগ্রহীরা যোগাযোগ করতে পারেন।

গত পয়লা এপ্রিল এই প্রকল্পের শিলান্যাস করলেন আল-আমিন মিশনের প্রতিষ্ঠাতা সম্পাদক জনাব নুরুল ইসলাম। BROOKE HEAVEN নামে এই আবাসন প্রকল্পটি  কাজ শুরু হয়ে গেছে। আগ্রহীরা যোগাযোগ করতে পারেন।

আমাদের বাংলার জনরব নিউজ পোর্টালের প্রতিটি খবরের সঙ্গে আল-আমিন মিশনের প্রাক্তনীদের আবাসন প্রকল্পের বিজ্ঞাপন দেয়া হয়েছে তা থেকে ঠিকানা সংগ্রহ করে বা মোবাইল নম্বর সংগ্রহ করে আপনারা যোগাযোগ করতে পারেন।

অল্প খরচে পরিবেশ বান্ধব এবং রুচিশীল পরিবেশে উন্নত সমাজমনস্ক মানুষদের সঙ্গে যুক্ত হয়ে বসবাস করার এই সুযোগ আপনারা হাতছাড়া করবেন না। আজই যোগাযোগ করুন সীমিত সংখ্যক বুকিং বাকি রয়েছে। দ্রুত যোগাযোগ করে আপনার ফ্ল্যাটটি বুক করে নিতে পারেন।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ