কলকাতা 

Bengal Weather Update : চৈত্র সংক্রান্তির দিন কালবৈশাখীর সঙ্গে ভিজতে পারে কলকাতা সহ সমগ্র দক্ষিণবঙ্গ জানাচ্ছে আবহাওয়া দপ্তর

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক :আগামী বৃহস্পতিবার চৈত্র সংক্রান্তির দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা প্রবল। এদিন দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টিতে ভিজতে পারে কলকাতাও (Kolkata)।

সোমবার কলকাতায় মূলত শুষ্ক আবহাওয়া। সোমবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস। এদিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। বিকেলের দিকে দখিনা বাতাস বইবে। তবে বৃহস্পতিবার হালকা ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৮৫ শতাংশ।

Advertisement

এদিকে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে চৈত্র সংক্রান্তিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের সব জেলায় বৃহস্পতিবার বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির (Rain) পাশাপাশি দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে।

আগামী ২৪ ঘণ্টায় নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূমে বৃষ্টির সম্ভাবনা। বুধবারেও বীরভূম, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বাকি জেলায় আগামী বুধবার পর্যন্ত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। তাপমাত্রা একইরকম থাকতে পারে। পশ্চিমের তিন-চারটি জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি থাকবে।

তবে উত্তরবঙ্গে আপাতত বৃষ্টি চলবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জলপাইগুড়িতে। বাকি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। তাপমাত্রার খুব একটা হেরফের হবে না।

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ