কলকাতা 

আদালতের নির্দেশের পর সারা দিন সিবিআইয়ের সঙ্গে লুকোচুরি খেলার পর বৃহস্পতি বার রাত ১১টায় সিবিআই দপ্তরে এসএসসির প্রাক্তন উপদেষ্টা, তারপর কী হলো ?

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : এস এস সি র গ্রুপ ডি মামলায় সংস্থার প্রাক্তন মুখ্য উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহাকে বৃহস্পতিবার সিবিআই দফতরে যাওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চ। ওই নির্দেশে বলা হয়েছিল ওইদিন রাত ১২ টা র মধ্যে শান্তি প্রসাদকে জেরা করতে হবে। কিন্তু সন্ধার পর থেকে ওই ব্যক্তিকে খুঁজে পাওয়া যায়নি। এরপর সিবিআই হন্যে হয়ে খুজতে থাকে। মোবাইল বন্ধ ছিল।

শেষ পর্যন্ত রাত ১১টা নাগাদ সিবিআই দপ্তরে হাজিরা দেন শান্তি প্রসাদ।তার পর তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেন সিবিআই আধিকারিকরা।

Advertisement

সিবিআই সূত্রে খবর, রাত ১২টার পরেও শান্তিপ্রসাদ নিজাম প্যালেসে ছিলেন। আদালত নির্দেশ দিয়েছে, শান্তিপ্রসাদকে জিজ্ঞাসাবাদ করে কী তথ্য উঠে এল তা শুক্রবার সকালে জানাতে হবে।

আদালত জানায়, স্কুলে বেআইনি নিয়োগ নিয়ে যে সব মামলা আসছে আদালতের কাছে, সেখানে বহু মামলায় শান্তিপ্রসাদের নির্দেশ কাজ করেছে বলে তথ্য রয়েছে কোর্টের কাছে। তার পরেই বৃহস্পতিবার শান্তিপ্রসাদকে জেরা করার জন্য সিবিআইকে নির্দেশ দেয় আদালত। শুক্রবার ফের এই মামলার শুনানি হবে।

প্রসঙ্গত, গ্রুপ ডি-তে ৯৮ জন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয় ২০১৬ সালে। ৪ মে ২০১৯ সালে প্যানেলের মেয়াদ শেষ হয়। তখন অভিযোগ ওঠে, ৯০ জনের নাম প্যানেলে নেই।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ