জেলা 

কৃষি তথ্য ও উপদেষ্টা কেন্দ্রের পক্ষ থেকে মগরাহাট ১নম্বর ব্লকে বিদেশি চারাগাছ বিতরণ

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সেখ আবদুল আজিম :- মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের কৃষি তথ্য ও উপদেষ্টা কেন্দ্রের  (ATMA) পক্ষ থেকে দক্ষিণ ২৪ পরগনা জেলার অন্তগর্ত মগরাহাট ১ ব্লকে আজ (ATMA) রবি ২০২১-২২ প্রকল্পের অধীনে উদ্যান পালন বিভাগের প্রদর্শনীক্ষেত্রের জন্য উপকরণ বিতরণ শিবিরের আয়োজন করা হয় ।

এই অনুষ্ঠানটি উপলক্ষে উপস্থিত ছিলেন মগরাহাট পশ্চিমের বিধায়ক গিয়াস উদ্দিন মোল্লা, সাথে উপস্থিত মগরাহাট । BDO ফতেমা কাওসার, মগরাহাট ১ ব্লকের A.D.O নাজির উদ্দিন আহমেদ ,  ATMA চেয়ারম্যান তথা দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদ সদস্যা তন্দ্রা পুরকাইত , মগরাহাট ১ পঞ্চায়েত সমিতির সভাপতি মিনুফা বেগম ,দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদ সদস্য মুজিবর রহমান মোল্লা, সহ অনান্য আধিকারিকগণ । এই শিবির থেকে প্রায় ৫০ জন মানুষের হাতে থাইল্যান্ডের কাঁঠাল চারা ও সরষে খোল তুলে দেওয়া হয় ।

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ