কলকাতা 

‘রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ-এর অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে’ মমতা সরকারকে তোপ শুভেন্দু অধিকারীর

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : রাজ্য সরকারের কর্মচারীদের মহার্ঘভাতা থেকে বঞ্চিত করা হচ্ছে জিনিসপত্রের মূল্যবৃদ্ধির এই সংকটকালে এই রাজ্যের সরকারি কর্মচারীরা প্রতি মাসে কয়েক হাজার টাকা অতিরিক্ত পাওনা থেকে বঞ্চিত হচ্ছে বলে আজ বুধবার অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গতকাল মঙ্গলবারই  কেন্দ্রীয় সরকার নির্দেশিকা জারি করে জানিয়েছিল কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের ৩ শতাংশ মহার্ঘ ভাতা বাড়ানো হলো।

কেন্দ্রীয় সরকারের এই মহার্ঘ ভাতা বৃদ্ধির প্রসঙ্গ তুলে একইসঙ্গে বিজেপি শাসিত রাজ্য গুলির সরকারি  কর্মীদের মহার্ঘ ভাতা নিয়ে বিভিন্ন তথ্য পরিবেশন করার পর শুভেন্দু অধিকারী টুইটারে লিখেছেন,‘রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ-এর অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে।’

Advertisement

আর শুভেন্দু অধিকারীর এই টুইট নিয়ে রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে গেছে। মনে করা হচ্ছে রাজ্যের কয়েক লক্ষ সরকারি কর্মচারীদের মন পাওয়ার জন্য বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এই মন্তব্য করেছেন।

কারন ডিএ নিয়ে ইতিমধ্যেই সরকারি কর্মচারীদের মধ্যে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে। মনে করা হচ্ছে শুভেন্দু অধিকারী কৌশলে এই রাজ্যের প্রশাসনের উপরে চাপ সৃষ্টি করলেন। এ কথা ঠিক জিনিসপত্রের যে হারে মূল্য বৃদ্ধি ঘটেছে তাতে সরকারি কর্মচারীদের বেতন-ভাতা দ্রুত না দিলে কর্মচারীদের অসন্তোষ তীব্র আকার ধারণ করবে। আর একজন বিরোধী দলনেতা হিসাবে শুভেন্দু অধিকারী খুব সূক্ষ্ম কায়দায় এই বিতর্ককে সামনে আনছেন। রাজ্য প্রশাসনের সরকারি কর্মীরা এ বিষয়ে কি প্রতিক্রিয়া দেন সেদিকেই তাকিয়ে রয়েছে সমগ্র রাজ্য। এ কথা অস্বীকার করার উপায় নেই ষষ্ঠ বেতন কমিশন এই রাজ্যের সরকারি কর্মচারীদের উপর লাগু করার নেপথ্যে শুভেন্দু অধিকারীর ভূমিকা ছিল। আর যদি শুভেন্দু অধিকারীর এই রাজনৈতিক চাপের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় মাথা নত করতে বাধ্য হয়ে সরকারি কর্মচারীদের মহার্ঘভাতা দেন তাহলে শুভেন্দু অধিকারী রাজ্যের সরকারি কর্মচারীদের কাছে নায়কের মর্যাদায় পর্যবসিত হয়ে যাবেন।

শুভেন্দু দাবি করেছেন, কেন্দ্রের মহার্ঘ ভাতা বৃদ্ধির সিদ্ধান্তে ৪৭.৬৮ লাখ কর্মচারী এবং ৬৮.৬২ লাখ পেনশনভোগী উপকৃত হবেন। এর পরেই লিখেছেন, কেন্দ্রের তুলনায় রাজ্যের কর্মচারীরা এখন ৩১ শতাংশ কম মহার্ঘ ভাতা পাবেন। একই সঙ্গে একটি হিসেব পেশ করে শুভেন্দু লিখেছেন, সর্বনিম্ন মাসিক ১৭ হাজার টাকা বেতনের হিসেব ধরলেই রাজ্যের কর্মচারীদের বার্ষিক ক্ষতির পরিমাণ ৬৩ হাজার ৫৮০ টাকা।

এর পরে উত্তরপ্রদেশ-সহ বিভিন্ন রাজ্যের কর্মচারীদের মহার্ঘ ভাতার পরিমাণ উল্লেখ করে শুভেন্দু লিখেছেন, ‘রাজ্য সরকার কর্মচারীদের ও অবসরপ্রাপ্ত পেনশন প্রাপকদের দুর্দশা নিরসনে ব্যর্থ বলা ভুল, সদিচ্ছার অভাব অথবা আদৌ ভাবিত নয়।’


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ