আন্তর্জাতিক 

Imran Khan: পাকিস্থানের প্রধানমন্ত্রী ইমরান খান আরও সংকটে, জোট সঙ্গী যোগ দিল বিরোধী শিবিরে! গদি বাঁচাতে পারবেন কী ?

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : পাকিস্থানের প্রধানমন্ত্রী ইমরান খানের গদিচ্যুত হওয়া শুধু সময়ের অপেক্ষা বলে আন্তর্জাতিক মহল মনে করছে । কারণ গদি বাঁচানোর সব রকম চেষ্টা সত্ত্বে ইমরান জোট সরকারের অন্যতম শরীক মুত্তাহিদা কউমি মুভমেন্ট পাকিস্তান তথা এমকিউএম-পি হাত মিলিয়েছে বিরোধী দল পাকিস্তান পিপলস পার্টির সঙ্গে। ফলে রাতারাতি আরও বড়ও সংকটে ইমরানের দল তেহরিক-ই-ইনসাফ। মনে করা হচ্ছে বড় কোনো অঘটন না ঘটলে ইমরানের গদি বাঁচানো সম্ভব হবে না ।

আগামী ৩ এপ্রিল রবিবার পকিস্থান সংসদে ইমরান সরকারের বিরুদ্ধে অনাস্থা নিয়ে ভোটাভুটি হবে । ঠিক এই প্রেক্ষাপটে ইমরানের জোট সঙ্গী সরকার ছেড়ে বেরিয়ে যাওয়ার ফলে সংকটে পড়েছে ইমরান সরকার।কারন এই সময় এমকিউএম-পি পিপিপির সঙ্গে গাঁটছড়া বাঁধায় বিরোধীদের পাকিস্তানের জাতীয় সংসদের সদস্যসংখ্যা দাড়াল ১৭৭। ইমরান দলের সদস্যদের সংখ্যা কমে হল ১৬৪।

Advertisement

৩৪২ সদস্যের জাতীয় সংসদে সরকার গড়ার ‘ম্যাজিক ফিগার’ ১৭২। যা থেকে অনেকটাই দূরে ইমরানের দল। প্রসঙ্গত, সরকার গড়ার সময় ইমরান সরকারের সদস্য ছিল ১৭৯। সেই সংখ্যাই কমে ১৬৪ হয়ে যাওয়ার ফলে বিপাকে ইমরান।

এদিকে এরই মধ্যে ইসলামাবাদের প্যারেড ময়দানে গণ সমাবেশের ডাক দিয়েছিল পিটিআই (PTI)। সেখানে লক্ষাধিক মানুষের সামনে ইমরান অভিযোগ করেন, বাইরে থেকে পাকিস্তানের বিদেশ নীতিকে প্রভাবিত করার চেষ্টা চলছে। ইমরান বলেন, “বেশ কয়েক মাস ধরেই এটা চলছে। কে এই লোকগুলোকে একজোট করছে, তা আমরা জানি, কিন্তু সময় বদলে হয়েছে। এটা জুলফিকার আলি ভুট্টোর আমল নয়।” পাক কূনীতিকদের বক্তব্য, এমন অভিযোগে কাজ হবে না। এবার গদি ছাড়তেই হবে ইমরানকে।

তবে এখনই সবটা বলা যাবে না । কারণ পাকিস্থানের রাজনৈতিক পরিস্থিতি খুবই জটিল । যেকোনো সময় সব হিসাব পাল্টে যেতে পারে । তাই ইমরান খান একজন সফল ক্রিকেট অধিনায়ক হিসাবে শেষ রাজনৈতিক চাল কী দেন সেদিকেই তাকিয়ে রয়েছে সমগ্র বিশ্ব ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ