জেলা 

Bomb Blast : বাসন্তীতে বোমা বিস্ফোরণে আহত তৃণমূল কর্মীর মৃত্যু

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : গতকাল মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগণার বাসিন্তীর  ফুলমালঞ্চের সর্দারপাড়ার বাসিন্দা হামিরুদ্দিন সর্দারের বাড়ি মজুত বোমা বিস্ফোরণে উড়ে যায় বলে অভিযোগ । আর এই বিস্ফোরণে আহত হন ফারুক সর্দার নামে এক যুবক , তাকে গুরুতর আহত অবস্থায় বারুইপুর হাসপাতালে ভর্তি করা হয়। সেই জখম তৃণমূল কর্মী ফারুক সর্দারের গতকাল মঙ্গলবার রাতেই মৃত্যু হয় ।

পুলিশের প্রাথমিক অনুমান, বাড়িতে বোমা (Bomb) বাঁধার কাজ চলাকালীনই বিস্ফোরণ ঘটে। তাতেই প্রাণহানির ঘটনা ঘটেছে। এই ঘটনায় হামিরুদ্দিনকে ইতিমধ্যেই জেরা করা হয়েছে। ফারুক সর্দার সেই সময় ওই বাড়িতে ঠিক কী করছিল, তাও খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

উল্লেখ্য, গত ২১ মার্চ রামপুরহাটের বগটুইতে (Bagtui) উপপ্রধান খুন হন। এরপর ওইদিন রাতেই গ্রামের একের পর এক বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। এই ঘটনায় এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে। এরপর নিজেই খোদ বগটুইয়ে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। সেখানে দাঁড়িয়েই রাজ্যজুড়ে পুলিশকে অস্ত্র উদ্ধার অভিযানের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই মতো বিভিন্ন জেলায় তল্লাশি চালিয়ে প্রচুর আগ্নেয়াস্ত্র, বোমা উদ্ধার করা হয়। গ্রেপ্তার হয়েছে বহু দুষ্কৃতী। দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকা থেকেও উদ্ধার হয় প্রচুর অস্ত্রশস্ত্র। এরপরও বাসন্তীর সর্দারপাড়ার এই বাড়ি থেকে মজুত হওয়া বোমা উদ্ধার করা কেন গেল না, তা নিয়ে প্রশ্ন উঠছে।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ