Anish Khan Death Mystery : ‘‘আনিসকে পুলিশ খুন করেছে,বাংলায় অরাজকতা চলছে” মঙ্গলবার ভরা লোকসভায় দাঁড়িয়ে বললেন অধীর, টেবিল চাপড়ে সমর্থন করলেন সোনিয়া
বাংলার জনরব ডেস্ক : আলিয়ার ছাত্র নেতা আনিস খানের মৃত্যু নিয়ে এবার লোকসভায় সরব হলেন কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরি ।কংগ্রেস দলের এই সাংসদকে বলতে শোনা যায়, ‘‘আনিসকে পুলিশ খুন করেছে’’। লোকসভায় দাঁড়িয়ে তিনি এদিন বলেন, ‘‘বাংলায় অরাজকতা চলছে।’’ ভরা লোকসভায় অধীরের সেই বক্তব্যে টেবল চাপড়ে সমর্থন জানাতেও দেখা গেল কংগ্রেসের সভানেত্রী সনিয়া গান্ধীকে । একই সঙ্গে তিনি রবিবার বিকেলে ঝালদায় আততায়ীর গুলিতে নিহত হন কংগ্রেসের নব নির্বাচিত কাউন্সিলর তপন। লোকসভায় সে কথা জানিয়ে অধীর বলেন, ‘‘পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলার ক্রমশ অবনতি হচ্ছে।’’
সোমবার লোকসভার অধিবেশনে ছিলেন না অধীর। স্পিকারকে কংগ্রেস সাংসদ জানান, তিনি আসতে পারেননি কারণ তঁকে পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার ঝালদা পুরসভা এলাকায় যেতে হয়েছিল। লোকসভার অধীর গোটা বক্তৃতাই দেন বাংলায়। তাঁকে বলতে শোনা যায়, ‘‘ঝালদায় আমি একটি হৃদয় বিদারক ঘটনার সাক্ষী হয়েছি। কংগ্রসের টিকিটে জেতা পুরসভার কাউন্সিলর তপন কান্দুকে সেখানে নির্মম ভাবে হত্যা করা হয়েছে।’’ কেন হত্যা করা হয়েছে তপনকে, তার কারণও ব্যাখ্যা করেন অধীর। তিনি বলেন, ‘‘ঝালদায় কংগ্রেস পুরবোর্ড তৈরির কাজে অনেকটাই এগিয়ে গিয়েছিল। কিন্তু শাসকদলের একটি অংশ পুলিশের সাহায্য নিয়ে তপনকে হত্যা করে।’’ অধীর অভিযোগ করেন, ঝালদার পুরবোর্ডের দখল নিতেই কংগ্রেস কাউন্সিলরকে হত্যা করা হয়েছে।

অধীর যখন এই বক্তৃতা দিচ্ছেন, তখন তাঁকে লক্ষ্য করে পাল্টা স্লোগান দিতে দেখা যায় তৃণমূলের সাংসদদেরও। ‘খুনি অধীর, গুণ্ডা অধীর’ স্লোগানও শোনা যায় নেপথ্যে। তবে তাতে কংগ্রেসের লোকসভার দলনেতাকে থামানো যায়নি। বরং সনিয়া-সহ দলের সাংসদের অধীরের সমর্থনে টেবল বাজাতে দেখা যায়।
আজ মঙ্গলবার অধীরকে লোকসভায় বলতে শোনা গেল, ‘‘বাংলায় নির্বাচন চলাকালীন এবং নির্বাচনের পরে খুন, রাহাজানি, হিংসা, দাঙ্গা, সন্ত্রাসের ঘটনা নির্বিচারে চলছে। লাগামহীন ভাবে চলছে।’’ এরপরই তিনি টেনে আনেন ছাত্রনেতা আনিস খানের অস্বাভাবিক মৃত্যুর প্রসঙ্গও। কংগ্রেস সাংসদকে বলতে শোনা যায়, ‘‘আনিসকে পুলিশ খুন করেছে’’।

