কলকাতা 

Fake Doctor: আসল ডাক্তারের প্যাড নকল করে নকল ডাক্তার নিরবে চিকিৎসা করে যাচ্ছিলেন ধরা পড়ে শ্রীঘরে, কলকাতার এই ঘটনায় চাঞ্চল্য এলাকায়

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : আসল ডাক্তারের প্যাড ব্যবহার করে নকল ডাক্তার দিব্যি চিকিৎসা করে চলেছেন ঠিক যেমনটা প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা  সত্যজিত রায়ের সোনার কেল্লার সিনেমাতে হয়েছিল আর কি। সিনেমার সেই গল্পই এখন বাস্তবে দেখা গেল। কলকাতা পুলিশের নাকের ডগায় দিনের পর দিন এই প্রতারণা চালিয়ে এসেছেন দুই প্রতারক। তবে অভিযোগ পাওয়ার মাত্র এক মাসের মধ্যেই দুইFake Doctor: নকল ‘ডক্টর হাজরা’! চিকিৎসক সেজে পুলিশের জালে ‘ভবানন্দ’ ও ‘চেলানন্দ’ প্রতারক গ্রেফতার করে কলকাতা পুলিশ নজির সৃষ্টি করল।

জানা গেছে,এক চিকিৎসকের নাম এবং পরিচয় ব্যবহার করে ব্যবসা ফেঁদে বসেছিলেন দুই প্রতারক। তাঁর প্যাডেই ওষুধ লিখে রোগীদের বোকা বানাচ্ছিলেন দিনের পর দিন। এমনকি, নিজেদের চর্মরোগ বিশেষজ্ঞ বলে পরিচয়ও দিতেন তাঁরা। রবিবার রবীন্দ্র সরোবর থানার পুলিশ জানিয়েছে, দু’জনকেই গ্রেফতার করা হয়েছে।

Advertisement

দুই প্রতারকের একজনের নাম শুভ নাথ। দক্ষিণ বিধাননগরের সুকান্তনগরের বাসিন্দা শুভর বিরুদ্ধে চিকিৎসক পরিচয়ে প্রতারণার অভিযোগ রয়েছে। গ্রেফতার হওয়া আর একজন সম্ভবত তাঁর সহযোগী। নাম রাজীব সরকার। ৫২ বছরের রাজীব নিউ টালিগঞ্জে থাকেন। তবে রাজীবের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ কী, সে ব্যাপারে বিশদে কিছু জানায়নি পুলিশ।

প্রায় এক মাস আগে গত ৮ ফেব্রুয়ারি রবীন্দ্র সরোবর থানায় অভিযোগ জানান এক চিকিৎসক। তিনি বলেন, তাঁর পরিচয় এবং ডিগ্রি লেখা প্যাড বেআইনি ভাবে ব্যবহার করছেন কেউ। যাঁরা এই কাজ করছেন, তাঁরা নিজেদের চর্মরোগ বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে পরিচয় দিয়ে রোগীদের নিয়মিত ওষুধও দিচ্ছেন।

চিকিৎসকের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছিল তারা। রবিবার পুলিশ জানিয়েছে, এই ঘটনায় জড়িত সন্দেহে দুই ভুয়ো ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ