জেলা 

Anis khan Death mystery: আনিস-হত্যার প্রতিবাদে আমতা থানায় ধুন্ধুমার কান্ড,আরো জোরদার আন্দোলনের শপথ, সিবিআই তদন্তের দাবিতে এখনো অনড় পরিবার

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : আনিসের পাড়া-পড়শিদের ‘অরাজনৈতিক মিছিল’ বৃহস্পতিবার দুপুরে আমতা থানা ঘেরাওকে কেন্দ্র করে উত্তাল হয় উঠলো আমতা থানা এলাকা। মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইট পড়তে থাকে। মিছিল চেষ্টা থানার সামনের ব্যারিকেড ভেঙে ফেলতে। প্রথম দু’টি ব্যারিকেড ভেঙেও ফেলে তারা। থানায় মজুত রয়েছে বিশাল পুলিশবাহিনী। আপাত পরিস্থিতি ব্যাপক উত্তেজনাকর।আনিস-হত্যার প্রতিবাদে আমতা থানায় ধুন্ধুমার কান্ড।

ছাত্রনেতা আনিস-হত্যার ঘটনায় বৃহস্পতিবার সারা দিনই ছিল ঘটনাবহুল। আমতা থানায় ঘেরাও বিক্ষোভ করেন আনিসের পরিজন এবং পড়শিরা। তবে ঘেরাও যে হবে তা আগেও জানিয়েছিলেন আনিসের পরিজন এবং পড়শিরা।

Advertisement

আনিস খানের হত্যার তদন্তের ব্যাপারে আরও একবার রাজ্যের উপরেই ভরসা রাখতে অনুরোধ করল রাজ্য পুলিশ। বৃহস্পতিবার বিকেলে আনিস-হত্যার তদন্ত নিয়ে পর পর দু’টি টুইট করে রাজ্য পুলিশ। সেই টুইটে আনিসের পরিজনদের কথা উল্লেখ করে তারা অনুরোধ করেছে, তাঁরা যেন রাজ্যের বিশেষ তদন্তকারী দল এসআইটি-র তদন্তের উপরেই ভরসা রাখেন।

এই আবেদন খুব বেশি কাজে আসবে না। কারণ সিবিআই তদন্তের বিষয়ে এখনও অনড় আছে পরিবার। ইতিমধ্যে সিপিএম নেতৃত্ব জানিয়ে দিয়েছেন, পুলিশ যদি আনিসকে খুন করে থাকে তাহলে বাংলা জুড়ে জ্বলবে। এই পরিস্থিতিতে মনে হচ্ছে খুব সহজে আনিস ইস্যু শেষ হবে না।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ