কলকাতা 

Mamata Banerjee : যত জিতব তত আমাদের নম্র হতে হবে, চার পুরনিগমে বিপুল জয়ের পর বললেন মমতা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : রাজ্যের চার পুরনিগমের বিপুল জয়ের পর মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মীদের বার্তা দিলেন এই জয় মানুষের জয়। মানুষ যে আস্থা ও বিশ্বাস তৃণমূলের প্রতি রেখেছে তা আমাদের বাস্তবায়ন করতে হবে। আমরা যত জিতবো তত্ত্ব নম্র হয়ে মানুষের পাশে দাঁড়াবো, আমরা নম্র হয়ে মানুষের সেবা করব এই জয় মানুষকে উৎসর্গ করছি।

এই প্রথম তৃণমূল কংগ্রেস শিলিগুড়ি পৌরনিগম জিতল। ক্ষমতায় আসার পর এই পুরসভায় দাঁত ফোটাতে পারেনি তৃণমূলের কংগ্রেস। এবার সেই অসাধ্য সাধন হয়েছে। আরে নেপথ্যে রয়েছে উত্তরবঙ্গের বিশিষ্ট তৃণমূল নেতা গৌতম দেব। আজ সোমবার ইন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিন দিনের সফরে উত্তরবঙ্গ গেলেন।

Advertisement

উত্তরবঙ্গ যাওয়ার পথে দমদম বিমানবন্দরে বিমানে ওঠার আগে মুখ্যমন্ত্রী বলেছেন,‘‘এই জয়ের জন্য আমরা মানুষের কাছে কৃতজ্ঞ। যত জিতব তত আমাদের নম্র হতে হবে। আগামী দিনে আমার লক্ষ্য শিল্পায়ন এবং কর্মসংস্থান। আমাদের সমস্ত সামাজিক প্রকল্প যাতে সুষ্ঠু ভাবে চলে সে দিকে খেয়াল রাখতে হবে।’’

এ প্রসঙ্গে মমতা বলেন, ‘‘মঙ্গলবার থেকে রাজ্যে দুয়ারে সরকার কর্মসূচি শুরু হবে। মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘‘বিধাননগর, শিলিগুড়ি, চন্দননগর, আসানসোল, কলকাতা পুরসভায় জিতেছি। আগামী দিনে আরও কয়েকটি পুরসভা নির্বাচন আছে।’’

উত্তরবঙ্গে গিয়ে পঞ্চানন বর্মার মূর্তিতে মাল্যদান করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও কোচবিহারেও বেশ কয়েকটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ