দেশ 

PM Modi: গোয়ায় হিন্দু ভোট ভাগ করতে চাইছে তৃণমূল, কমিশনকে ব্যবস্থা নিতে বললেন প্রধানমন্ত্রী

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : গোয়া বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করছে হিন্দু ভাগ বসানোর জন্য এমনই চাঞ্চল্যকর অভিযোগ করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ মঙ্গলবার ১৪ ই ফেব্রুয়ারি গোয়াতে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। অন্যদিকে এ দিন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন উপলক্ষে উত্তরপ্রদেশে প্রচারে গিয়েছেন। বিজেপির নির্বাচনী প্রচারের মঞ্চ থেকে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তৃণমূল কংগ্রেস কে নিশানা করলেন। এদিন প্রধানমন্ত্রী কানপুরের এক নির্বাচনী সভায় বলেন, গোয়াতে হিন্দু ভোটের ভাঙন ধরাতে তৃণমূল কংগ্রেস নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে।তিনি কানপুরে একটি সভায় বক্তৃতা করছিলেন। সেই সভায় এই অভিযোগ করেন তিনি। বিষয়টিতে নির্বাচন কমিশনকে নজর দেওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী।

সম্প্রতি সংবাদমাধ্যমে একটি সাক্ষাৎকারে তৃণমূল সাংসদ তথা গোয়ায় দলের দায়িত্বপ্রাপ্ত নেত্রী মহুয়া মৈত্র বলেন, ‘‘সুধীন ধাবলীকরের নেতৃত্বাধীন মহারাষ্ট্রবাদী গোমন্তপার্টির সঙ্গে দলের জোট গোয়ার উপূকল এলাকায় হিন্দুদের একজোট হওয়া আটকে দেবে।’’ এই উদাহরণ দিয়ে তিনি বোঝাতে চেয়েছেন, এর ফলে লাভবান হবে বিজেপি। তিনি আরও বলেন, ‘‘উত্তর গোয়ায় ১৩-১৪টি আসনে লড়াই হবে সরাসরি বিজেপি-র সঙ্গে। এই আসনগুলোতে কেউ কংগ্রেসকে ভোট দেবে না।

Advertisement

প্রধানমন্ত্রী তাঁর ভাষণে সরাসরি এই প্রসঙ্গের উল্লেখ না করলেও জনসভায় তিনি তৃণমূলের বিরুদ্ধে হিন্দু ভোট ভাগের অভিযোগ করেন।

প্রসঙ্গত ২০১৭ সালে গোমন্তক পার্টির সঙ্গে ভোট পরবর্তী জোট গোয়ায় বিজেপি-কে ক্ষমতায় আসতে সাহায্য করে । সে বছর উপকূলের রাজ্যে বেশি ভোট পায় কংগ্রেস।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ