দেশ 

Uddhav Thackeray: ‘‘আমরা বিজেপি-কে ত্যাগ করেছি, হিন্দুত্বকে নয়, বিজেপি মানে হিন্দুত্ব নয়’’ দাবি উদ্ধবের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : বিলম্বে বোধোদয় হলো । প্রায় ২৫ বছর ধরে একটানা জোট শরিক থাকার পর ক্ষমতার দ্বন্দ্বে শেষ পর্যন্ত বিজেপির সঙ্গ ত্যাগ করেছিল শিবসেনা । এখন শিবসেনা বলছে বিজেপির সঙ্গে এতদিন সম্পর্ক রাখা ঠিক হয়নি । ওই সিদ্ধান্ত ছিল ভুল।

গতকাল রবিবার শিবসেনার প্রতিষ্ঠাতা বাল ঠাকরের ৯৬তম জন্মদিনে দলীয় কর্মীদের এক সভায় শিবসেনা নেতা তথা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে বলেন, ওই ২৫ বছর শুধু সময়ই নষ্ট হয়েছে। বিজেপি-কে নিয়ে উদ্ধবের পরিতাপ, ‘‘আমার একমাত্র আক্ষেপ, একদা তারা আমাদের বন্ধু ছিল। সেই বন্ধুত্বকে আমরা সযত্নে রক্ষা করেছি। বিজেপি-র সঙ্গে এই ২৫ বছরের জোট শুধু সময় নষ্ট।’’

Advertisement

উদ্ধবের কথায়, ‘‘আমরা হিন্দুত্বকে তুলে ধরতে ক্ষমতা চেয়েছিলাম। কিন্তু ওরা (বিজেপি) হিন্দুত্ব চায় ক্ষমতায় আসার জন্য। ওরা হিন্দুত্বের চামড়া গায়ে দিয়ে রয়েছেন। মানুষ আমাদের প্রশ্ন করেন, আমরা কি হিন্দুত্ব পরিত্যাগ করেছি? না আমরা বিজেপি-কে ত্যাগ করেছি, হিন্দুত্বকে নয়। বিজেপি মানে হিন্দুত্ব নয়।’’


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ