দেশ 

UP Assembly Election 2022: নির্বাচনী প্রচারে গিয়ে জনতার হাতে তাড়া খেলেন বিদায়ী বিজেপি বিধায়ক!

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : উত্তরপ্রদেশের শুরু হয়ে গেছে বিজেপির বিরুদ্ধে বিক্ষোভ। গতকাল বুধবার নির্বাচনী প্রচারে গিয়েছিলেন বিজেপির বিধায়ক বিক্রম সিং সৈনী কিন্তু সেখানে গিয়ে কৃষকদের বিক্ষোভের মুখে পড়েন। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের মুজাফফরনগরে।

খাটাউলির বিজেপি বিধায়ক বিক্রম সিংহ সৈনী বুধবার একটি সভা করতে গিয়েছিলেন তাঁর বিধানসভা ক্ষেত্রের মনব্বরপুর গ্রামে। বিধায়ক পৌঁছতেই গ্রামবাসীদের ক্ষোভের আঁচ গিয়ে পড়ে তাঁর উপর। বিধায়ককে দেখামাত্রই তাঁর বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন গ্রামবাসীরা। বিধায়কও বেজায় চটে যান বিক্ষোভের মুখে পড়ে। ফলে পরিস্থিতি ক্রমে উত্তপ্ত হয়ে ওঠে। শেষমেশ বিক্ষোভকারীদের চাপে পড়ে সভা না করেই খাটাউলি থেকে বেরিয়ে আসেন।

Advertisement

এই বিধানসভা ক্ষেত্রে প্রচুর কৃষকের বাস। কেন্দ্রীয় সরকারের কৃষি আইন নিয়ে কৃষকদের মধ্যে একটা ক্ষোভ ছিলই। বুধবার সেই ক্ষোভের বিস্ফোরণ ঘটে বিধায়ক সৈনী সেখানে নির্বাচনী প্রচারে যেতেই। যদিও এ বিষয়ে বিধায়কের কোনও প্রতিক্রিয়া মেলেনি।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ