দেশ 

দেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে হিন্দু ধর্ম নিয়ে ডিগ্রী কোর্স চালু করল বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক: তুলনামূলক ধর্মতত্ত্ব বিষয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়েছে বা পড়ানো হচ্ছে কিন্তু হিন্দু ধর্মের উপরে আলাদা করে ডিগ্রী কোর্স এই দেশের কোন বিশ্ববিদ্যালয়ে নেই। এবার হিন্দু ধর্মের উপরে স্নাতকোত্তর বিষয় চালু করল বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়। দেশের মধ্যে এই প্রথম কোন বিশ্ববিদ্যালয় হিন্দু ধর্মের উপরে স্নাতকোত্তর কোর্স চালু করল।

বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় সূত্রে  জানা গিয়েছে , ভারত অধ্যয়ন কেন্দ্রে হিন্দু ধর্ম নিয়ে প্রতিদিন ক্লাস হবে। সেখানে হিন্দু ধর্ম নানা বিষয় সম্পর্কে পড়ানো হবে। অধ্যাপক সদাশিব কুমার জানান, দু’বছরের এই স্নাতোকত্তর কোর্সের জন্য ইতিমধ্যেই ৪৫ জন ছাত্র-ছাত্রী অবেদন জানিয়েছেন। পড়ুয়াদের মধ্যে একাধিক বিদেশি ছাত্র-ছাত্রী রয়েছেন। আপাতত বিশেষ এই কোর্সে ১৬টি পেপার রয়েছে। যাতে নাকি হিন্দু ধর্মের আচার, রীতি-নীতি, মন্ত্রের মাহাত্ম্যের মতো বিষয় থাকবে। চারটি সেমিস্টারে হবে পরীক্ষা। একশো বছরেরও বেশি সময় ধরে হিন্দু ধর্ম নিয়ে ডিগ্রি কোর্স চালু করার পরিকল্পনা ছিল। তা এতদিনে বাস্তবায়িত হল বলে জানান অধ্যাপক কুমার।

Advertisement

বিশেষ এই ডিগ্রি কোর্সের আনুষ্ঠানিক শুভারম্ভ করেন অধ্যাপক ভি কে শুক্লা। তিনি জানান, এটি একটি আন্তঃবিভাগীয় প্রোগ্রাম যা ২০২০ সালের নতুন এডুকেশন পলিসির আওতায় শুরু করা হয়েছে। হিন্দু ধর্মকে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করার পরিকল্পনা অনেক দিনের। তা নিয়ে নানাভাবে চেষ্টা করা হচ্ছিল। সেই চেষ্টার ফল এতদিনে মিলল। এই বিষয়বস্তুর মধ্যে অনেক অবাক করা তথ্য রয়েছে বলেও মনে করেন তিনি।

এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে অধ্যাপক কমলেশ দত্ত ত্রিপাঠি জানিয়েছেন, হিন্দু ধর্মের মন্ত্র, আচার, রীতি-নীতির মধ্যে অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। এর মধ্যে যেমন যুক্তি রয়েছে, তেমনই একটি বৈজ্ঞানিক ভিত্তিও রয়েছে। এর মধ্যেই সমষ্টিবদ্ধ হিসেবে থাকার বীজ লুকিয়ে রয়েছে বলে মনে করেন তিনি।

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ