দেশ 

Haridwar : দেশের শীর্ষ আদালতের এক ধাক্কায় গ্রেপ্তার হলেন হরিদ্বারের ধর্ম সংসদে মুসলিমদের বিরুদ্ধে হুমকিদাতা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক: দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতি এনভি রামন্নার একধাক্কায় হরিদ্বারের ধর্ম সংসদে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ডাক দিয়েছিলেন সেই জ্যোতি নরসিংহ নন্দ কে গ্রেপ্তার করলো উত্তরাখণ্ডের পুলিশ। উল্লেখ্য এই ব্যক্তি কয়েক মাস আগে ইসলাম ধর্ম ত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহণ করেছিলেন। এ ঘটনায় স্বামী ধর্মদাস, সাধ্বী অন্নপূর্ণা এবং সম্প্রতি ওয়াসিম রিজ়ভি থেকে ধর্মান্তরিত জিতেন্দ্র নারায়ণ সিং ত্যাগীর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছিল। গতকাল বৃহস্পতিবার রাতে ওয়াসিম রিজভি জিতেন্দ্র ত্যাগীকে (Wasim Rizvi Alias Jitendra Tyagi) গ্রেফতার  করল উত্তরাখণ্ড পুলিশ।

আগেই হিংসায় উসকানি দেওয়ার অভিযোগে ধর্মান্তরিত জিতেন্দ্র নারায়ণ ত্যাগীর বিরুদ্ধে মামলা হয়েছিল উত্তরাখণ্ডে। হরিদ্বার কোতোয়ালিতে ত্যাগীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিলেন গুলবাহার খান নামের এক ব্যক্তি। সেই পরিপ্রেক্ষিতে এদিন ত্যাগীকে নিজেদের হেফাজতে নেয় পুলিশ। উল্লেখ্য, আগেই যতি নরসিংহানন্দকে গ্রেপ্তার করা হয়েছে একই মামলায়।

Advertisement

এদিন উত্তরাখণ্ড পুলিশের তরফে হিন্দিতে একটি টুইট করা হয়। সেখানে বলা হয়েছে, একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষের বিরুদ্ধে হিংসার উসকানি দেওয়া হয়েছিল সেদিন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েও পড়ে। সেই অভিযোগে ওয়াসিম রিজভি ওরফে জিতেন্দ্র ত্যাগীর বিরুদ্ধে মামলা করা হয়েছে হরিদ্বার কোতোয়ালিতে। আইনি প্রক্রিয়া চলছে।

পুলিশের কাছে অভিযোগ দায়ের করার পরেও কোনো ব্যবস্থা নেয়নি উত্তরাখণ্ডের পুলিশ। উপরন্তু, পুলিশ কর্তাদের সঙ্গে এইসব হুমকিদাতাদের হাসিমুখের ছবি ও সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হয়। এই প্রেক্ষাপটে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয় কিছু ব্যক্তি। গত বুধবার শীর্ষ আদালতে প্রধান বিচারপতি এই ঘটনায় উত্তরাখণ্ড সরকারের কাছ থেকে রিপোর্ট চেয়ে পাঠায় তারপরে গ্রেপ্তার বলে মনে করা হচ্ছে। সুপ্রিম কোর্টের নিজেদের মান বাঁচাতে এই গ্রেপ্তারি বলে রাজনৈতিক মহল মনে করছে।

দেশজুড়ে চলছে সংখ্যালঘুদের বিরুদ্ধে বিদ্বেষ প্রচার এই প্রচার এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে সকল সচেতন নাগরিকদের।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ