কলকাতা 

সংক্ষেপিত সিলেবাসে মাধ্যমিক ২০২২-এর চূড়ান্ত প্রস্তুতি কেমন হবে তা নিয়ে অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকাদের সহযোগিতায় অনলাইন কর্মশালা করতে চলেছে অনুসন্ধান

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নায়ীমুল হকের প্রতিবেদন : কোভিড-ওমিক্রণ-এর জোড়া থাবা আর তৃতীয় ঢেউয়ে নাজেহাল সবাই। বিশেষ করে মাধ্যমিক ২০২২-এর পরীক্ষার্থীরা। অনেকেই যথাযথ প্রস্তুতি ছাড়া স্কুলের টেস্ট পরীক্ষায় বসেছে।

এরকম এক নিদারুণ অবস্থায় ছাত্র-ছাত্রীদের জন্য কী করা যায়, তা ভাবছেন তাদের প্রিয় শিক্ষক-শিক্ষিকারা।

Advertisement

তাই, আগামী ১৬ থেকে ২৩ জনুয়ারি প্রতিদিন দেড় ঘন্টার বিশেষ অনলাইন ক্লাসের পরিকল্পনা করা হয়েছে, যেখানে উপস্থিত থাকবেন নামি-দামি বিদ্যালয়ের অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা।

পড়াশোনা আনন্দময় করে তুলতে এবং আসন্ন মাধ্যমিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতিতে ছাত্র-ছাত্রীরা উপকৃত হলে সকলের শ্রম সার্থক হবে।

শেষ দিন অর্থাৎ ২৩ জানুয়ারি থাকবে বিশিষ্ট মনোবিদ ও শিক্ষাবিদদের উপস্থিতিতে অনলাইন কাউন্সেলিং।

প্রতিদিন শুরু হবে রাত আটটায়। মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের জন্য সম্পূর্ণ বিনা খরচে এই আয়োজন।

সকলের সহযোগিতা ও পরামর্শ প্রার্থনীয়।

▪️ এই কর্মসূচিতে অংশ নিতে জয়েন করো [ https://chat.whatsapp.com/HAFdyezpTsp1aIaFpnRdj8 ] গ্রুপে কিংবা হোয়াটসঅ্যাপ (98360 58826) কোরে জানাও তোমার নাম এবং হোয়াটসঅ্যাপ নম্বর


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ