আন্তর্জাতিক 

ইসলাম- সন্ত্রাসবাদ- মুসলমান এই তত্ব মোটেই ঠিক নয়,এটা সাম্রাজ্যবাদীদের প্রচার/মোহাম্মদ সাদউদ্দিন

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

মোহাম্মদ সাদউদ্দিন :

Islam in danger অথবা Danger in Islam বলে একটি কথা এখন খুব চালু।আবার সমানভাবেই চালু ” ইসলাম -মুসলমান-সন্ত্রাসবাদ যেন সমার্থক। আমাদের মনে থাকতে পারে ২০১০ সালের এপ্রিল মাসে সৌদি আরবের রাজধানী রিয়াধে উর্ধতন ইসলামিক পণ্ডিতদের নিয়ে একটি অধিবেশন হয়েছিল।সেই অধিবেশনে বলা হয়েছিল সন্ত্রাস ও সন্ত্রাসবাদকে ইসলাম ও ইসলামী শরীয়ত সমর্থন তো করেই না, এমনকি সন্ত্রাসী কার্যকলাপে মদত দেওয়া বা অর্থ সাহায্য্য পর্যন্ত অনুমোদন করে না।কঠোরভাবে নিন্দনীয়। ঐ অধিবেশনে সন্ত্রাসী কার্যকলাপে মদত দেওয়ারও কঠোরভাবে নিন্দা করা হয়। ঐ অধিবেশনে দাবি করা হয়েছিল যে,কিছু মানুষ অনৈতিক কাজে মদত দিয়ে ইসলামকে কলুষিত করছে আর এতে মুসলিম ও অমুসলিমদের মধ্যে হিংসাত্মক কার্য সংগঠিত হচ্ছে।

Advertisement

একে কখনোই ইসলাম সমর্থন করে না।ঐ অধিবেশনে এটাও দাবি করা হয়েছিল যে,সন্ত্রসবাদে আর্থিক মদত দেওয়া মানেই সন্ত্রাসী অপরাধ বলে গণ্য হবে। এই অর্থ মদত মানেই সন্ত্রাসবাদকে প্রসারিত করা হয়। আল্লাহ বলেছেন যে, সাহায্য করুন একে অপরকে।কিন্তু সীমালঙ্ঘনকারী কোনো কাজ বা পাপাচারমূলক কোনো কাজকে মোটেই সমর্থন নয়। ইসলামিক শরিয়ৎ নিরাপত্তা প্রদানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মুসলিম ও অমুসলিম দেশগুলিতে।অধিবেশন সিদ্ধান্ত নিয়েছে সন্রাসবাদে অর্থ সাহায্য ও সংগ্রহ দুটোই সমান অপরাধ।

এটাকে কখনোই ইসলাম সমর্থন করেনা। তাহলে ইসলাম- সন্ত্রাসবাদ- ও মুসলমান —–এই তত্ব মোটেই ঠিক নয়।এটা সাম্রাজ্যবাদ শক্তির একটা প্রচার।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ