কলকাতা 

Sourav Ganguly: জ্বর নেই শারীরিকভাবে সুস্থ তা সত্ত্বে এখনই হাসপাতাল থেকে ছাড়া পাবেন না সৌরভ, ‘ওমিক্রন’ পরীক্ষার রিপোর্ট দেখেই হতে পারে সিদ্ধান্ত

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি শারীরিকভাবে অনেকটাই সুস্থ হলেও তাঁকে এখনই হাসপাতাল থেকে ছাড়া হচ্ছে না বলে জানা গেছে । প্রাক্তন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সৌরভ গাঙ্গুলির করোনা ধরা পড়ে । তারপর তাঁকে এক বেসরকারি হাসপাতালে ভর্তি  করা হয় । হাসপাতালে ভর্তি করানোর পর থেকে আর জ্বর আসেনি বলেও জানা গিয়েছে। তবে এখনই হয়তো হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন না তিনি। সৌরভ ওমিক্রন আক্রান্ত কি না, তা জানতে ইতিমধ্যেই জিন পরীক্ষার জন্য তাঁর নমুনা কল্যাণীতে পাঠানো হয়েছে। সূত্রের খবর, শুক্রবার বিকেলে আসবে জিন পরীক্ষার রিপোর্ট।

রিপোর্ট হাতে আসার আগে তাঁকে ছাড়া না-ও হতে পারে।প্রসঙ্গত, বুধবার সৌরভের বেহালার বাড়ি জীবাণুমুক্ত করে কলকাতা পুরসভা। বুধবার কলকাতা পুরসভার কর্মীরা সৌরভের বাড়িতে যান। তাঁর বাড়ি ও আশপাশে জীবাণুনাশক ছড়ানো হয়। সৌরভ করোনা আক্রান্ত হলেও তাঁর পরিবারের আর কেউ আক্রান্ত হননি বলেই খবর। তবে কোনও রকমের ঝুঁকি নিতে চায়নি পুরসভা। যাতে সৌরভের বাড়ি বা তার আশপাশে কোনও ভাবেই সংক্রমণ না ছড়ায়, তাই এই পদক্ষেপ করা হয়েছে।

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ