দেশ 

নাবালিকাকে গণধর্ষণ মামলার ৯ মাসেই বিচার প্রক্রিয়া শেষ, কঠোর সাজা রাজস্থানে, অভিযুক্ত ১৩ জনের ২০ বছরের কারাদণ্ড

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : এবছর ৬ মার্চ মাস রাজস্থানে এক নাবালিকাকে গণধর্ষণের ঘটনায় ধেশজুড়ে শোরগোল পড়ে যায় । ১৫ বছরের ওই বালিকাকে টানা ন’ দিন ধরে ধর্ষণ করে একাধিক ব্যক্তি। ঘটনায় অভিযুক্ত ১৩ জনকে কঠোর সাজা দিল রাজস্থানের কোটা (Kota) শহরের একটি আদালত। ১৩ জনকে ২০ বছরের কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছে। আরও ২ জনকে ৪ বছর করে কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছে।

ঘটনার গুরুত্ব বিচার করে অ্যডিশনাল সেশন জাজ অশোক চৌধুরী (Additional Sessions Judge Ashok Chaudhary) পকসো আইনে (POCSO Act) একটি বিশেষ আদালত গঠন করেন। এবার নয় মাসের মধ্যে দোষীদের শাস্তি দিল সেই আদালত। শনিবার নাবালিকার গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত ১৬ জনের বিরুদ্ধে সাজার নির্দেশ দিল আশোক চৌধুরীর আদালত। ১৩ জনকে ২০ বছরের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে, ২ জনকে ৪ বছর করে কারাদণ্ডের পাশাপাশি ৭ হাজার টাকা করে জরিমানা করা হয়ছে, আরও এক মহিলাকে ৪ বছরের কঠোর কারাদণ্ডের সাজা শোনানো হয়েছে শনিবার। নাবালিকাকে অপহরণ করার অভিযোগ ছিল এই মহিলার বিরুদ্ধে। ঝলওয়ারের (Jhalawar) একাধিক ব্যক্তির কাছে বিক্রি করে সেই মহিলা। ওই ব্যক্তিরাই নাবালিকাকে নয় দিন ধরে ধর্ষণ করে।

Advertisement

প্রসঙ্গত, চলতি বছরের ৬ মার্চ সুকেতনগর পুলিশ স্টেশনে একটি অভিযোগ করে ধর্ষিতা নাবালিকা। সে জানায়, বাড়ি থেকে ভুলিয়ে ভালিয়ে তাকে কোটায় আনে বুলবুল ওরফে পূজা জৈন নামের এক মহিলা। এরপর পূজা তাকে একাধিক পুরুষের কাছে বিক্রি করে ভোগ করার জন্যে। এভাবেই তাকে একটানা নয়দিন ধরে ধর্ষণ করা হয়।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ