দেশ 

Omicron : দেশজুড়ে ওমিক্রণ আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে, এখনো পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৫৩

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক: দেশজুড়ে ক্রমশই  ‘ওমিক্রন’ আতঙ্ক বাড়ছে। মঙ্গলবার দিল্লিতে নতুন করে ৪ জনের শরীরে ধরা পড়ল সংক্রমণ। রাজধানীতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬। এদিকে রাজস্থানে আক্রান্ত আরও ৮। সেখানে আক্রান্ত ১৭। এই মুহূ্র্তে দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩।

দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন রাজধানীতে নতুন করে ওমিক্রন আক্রান্তের খোঁজ মেলার কথা। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, এই মুহূর্তে দিল্লির এলএনজেপি হাসাতালে ৩৫ জন করোনা আক্রান্ত ভরতি রয়েছে।

Advertisement

বিশ্বের ৩৮টি দেশে ছড়িয়ে পড়লেও করোনা ভাইরাসের নতুন স্ট্রেন ওমিক্রনে মৃত্যুর খবর ছিল না এতদিন। কিন্তু সোমবারই ওমিক্রনের প্রথম মৃত্যুর খবর এল ইংল্যান্ড (UK) থেকে। সেদেশে নতুন স্ট্রেনে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। সোমবার এই খবর জানিয়েছেন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী বরিস জনসন (PM Boris Johnson) নিজেই। এরপর থেকেই আতঙ্ক আরও বেড়েছে।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ