দেশ 

গোয়া সফরের দ্বিতীয় দিনে মমতার হাত ধরে তৃণমূলে যোগ দিলেন টেনিস তারকা লিয়েন্ডার পেজ এবং অভিনেত্রী নাফিসা আলি

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গোয়া সফরের দ্বিতীয় দিনে বড় কোনো রাজনীতিবিদ তৃণমূলে যোগ দেননি । প্রচারে অনেকের নাম বলা হলেও শেষ পর্যন্ত কলকাতার বেগবাগানের সন্তান প্রখ্যাত টেনিস তারকা লিয়েন্ডার পেজ আজ শুক্রবার তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন । তিনি গোয়ার রাজধানী পানাজিতে এক সভায় মমতার হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নেন । প্রসঙ্গত বলা যেতে পারে লিয়েন্ডার পেজ শুধু বাংলার ভূমিপুত্র নন, একইসঙ্গে তিনি কবি মাইকেল মধুসূদন দত্তের বংশধর । তাঁর মা জেনিফার পেজ কবির প্রপৌত্রী।

এদিন সকালে গোয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে লিয়েন্ডার পেজের সঙ্গে তৃণমূলে যোগ দেন অভিনেত্রী নাফিসা আলি। সেখানে হাজির ছিলেন রাজ্যসভায় তৃণমূলের নেতা ডেরেক ও’ব্রায়েন। জাতীয় স্তরের সাঁতারু তথা প্রাক্তন মিস ইন্ডিয়া নাফিসা ২০০৪ সালের লোকসভা ভোটে দক্ষিণ কলকাতা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী হিসেবে মমতার বিরুদ্ধে লড়ে হেরেছিলেন।

Advertisement

এদিন পানাজিতে  তৃণমূল কর্মীদের এক সভায় মমতা বলেন, ‘‘আমি বহিরাগত নই।’’ এর পর ‘‘কোঙ্কণি ভাষায় বলেন, আমি আপনাদের বোনের মত। আমি বাংলার মেয়ে, ভারতের মেয়ে। ভারত যদি আমার মাতৃভূমি হয়ে থাকে। তবে বাংলাও আমার মাতৃভূমি, গোয়াও আমার মাতৃভূমি। আমি প্রথম এখানে আসছি না। ১০ বছর আগে এখানে এসেছিলাম ফিল্ম ফেস্টিভালে। রেলমন্ত্রী হিসেবে এখানে এসেছি। মাডগাও তে। কোঙ্কণ রেলের কাজে এসেছিলাম। সেফটি ডিভাইস উদ্বোধনে।’’ এর পর তাঁর সংযোজন, ‘‘‘আমি গোয়ার মুখ্যমন্ত্রী হব না, কিন্তু গেয়ার উন্নয়নের জন্য কাজ করব।’

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ