জেলা 

গভীর নিম্নচাপের জেরে দীঘায় জলোচ্ছ্বাস ,পাড়ে বসেই সমুদ্র স্নান পর্যটকদের

শেয়ার করুন

সেখ আবদুল আজিম : বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের জেরে দীঘায় প্রবল বৃষ্টিপাত উত্তাল সমুদ্রে জলোচ্ছ্বাস দেখা দিয়েছে তাই মৎস্যজীবী দের সমুদ্রে যেতে মানা এবং দীঘায় আগত পর্যটকদের সমুদ্র স্নান এ নিষেধাজ্ঞা জারি করেছে দিঘা পুলিশ প্রশাসন।

গতকাল থেকেই দীঘা উপকূল এলাকাজুড়ে ঝড়ো হাওয়া সেই সাথে বৃষ্টি চলছে এবং উত্তাল সমুদ্রের ঢেউ পাড়ে আছড়ে পড়ছে, গতকাল গভীর রাত পর্যন্ত প্রবল জলোচ্ছাস দেখা যায় যার জেরে দীঘা সৈকত লাগোয়া দোকানপাট অনেকটা জলমগ্ন হয়ে যায় ।

Advertisement

আবার আজ সকাল থেকেও কিন্তু মুষলধারে যে রকম বৃষ্টি চলছে সেই সাথে ঝড়ো বাতাস এবং উত্তাল সমুদ্রে জলোচ্ছ্বাস দেখা দিয়েছে । আজকে কিন্তু প্রচুর সংখ্যক পর্যটক দীঘায় রয়েছেন তাদের সমুদ্রস্নানে নিষেধ করা হচ্ছে, উত্তাল সমুদ্রের পাশে যাতে না যান তার জন্য পুলিশ প্রশাসন নজরদারি চালাচ্ছে। বহু পর্যটক পাড়ে বসেই সামুদ্রিক জলোচ্ছ্বাসে মেতে উঠেছেন বলতে গেলে পাড়ে বসেই সমুদ্র স্নান সেরে নিচ্ছেন।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ