জেলা 

ত্রিপুরায় বাম নেতাদের উপর হামলার প্রতিবাদে হাওড়া জেলার আমতায় মিছিল ও প্রতিবাদ সভা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাবু হক,হাওড়া :  হাওড়া জেলার আমতা থানার ব‍্যেতাই বন্দর কমরেড ভদ‍্যেশ্বর চক্রবর্তী স্মৃতি ভবন থেকে ভারত চন্দ্র রায় গুনাকর সেতু হয়ে নারিট মোড়ে হয়ে আবার স্মৃতি ভবন মিছিল ও প্রতিবাদ পথসভার আয়োজন করে সিপিআইএম এর আমতা দুই এরিয়া কমিটি। শতাধিক সিপিআইএম এর নানান ধরনের নেতা নেত্রীরা কর্মী সমর্থক বর্গ অংশগ্রহণ করে ও উপস্থিত ছিলেন পর্যায়ক্রমে।

ত্রিপুরায় বামফ্রন্ট নেতা নেত্রীদের মারদাঙ্গা ও পার্টি অফিস ভাঙচুর করার প্রতিবাদে মিছিল ও প্রতিবাদ পথসভা অনুষ্ঠিত হয়। বক্তারা বিজেপির, ত্রিপুরা ও কেন্দ্রীয় সরকারের সকল প্রকার জনবিরোধী নীতির সেই সঙ্গে সাম্প্রদায়িক মেরুকরণের তীব্র বিরোধীতা করেন।দেশ বাসিদের গণতন্ত্র রক্ষায় এগিয়ে আসার আহবান জানান।

Advertisement

পশ্চিমবঙ্গে ভোট পরর্বতী রাজ‍্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের মদতে ,খুন খারাবি লুঠ, ধর্ষণ, বাদ নেই কিছু।হিংসা হানাহানি বন্ধ করা, সকল মিথ্যা মামলা প্রত্যাহার করা, বিরোধী দলের নেতা নেত্রীদের নানান ধরনের কুট কচালি ফন্দিফিকির করে মিথ্যাচার করে পুলিশ কে লেলিয়ে দিয়ে গাজোয়ারি করে পুলিশ প্রশাসনকে ম্যানেজ করে কন্ঠা রোধ করার তীব্র সমালোচনা করেন বামফ্রন্ট নেতা নেত্রীরা উপস্থিত বক্তারা।

ত্রিপুরায় নির্বাচন আসন্ন তার প্রাক্কালে বিজেপি দাঙ্গাবাজ রা পরিকল্পনা অনুযায়ী বামফ্রন্ট নেতা নেত্রীদের মারদাঙ্গা ও পার্টি অফিস ভাঙচুর করে চলার প্রতিবাদে মিছিল ও প্রতিবাদ পথসভা অনুষ্ঠিত হয় সারা দেশ জুড়ে তার অংগ হিসাবে সিপিআইএম এর আমতা দুই এরিয়া কমিটি মিছিল ও প্রতিবাদ পথসভা করে।

এই দিনে পর্যায়ক্রমে বক্তব্য রাখেন দূর্গা দাস হাজরা,সেখ মিরাজ আলী,বরুন পোড়েল প্রমুখ। এছাড়া ছিলেন বিমল সেনগুপ্ত,অজিত রায়, কার্তিক পাল,বরুন মল্লিক,সহ আরো অনেকে। মহিলা ও নানা বয়সের পুরুষ নেতা নেত্রী কর্মী সমর্থক ছিলো চোখে পড়ার মতো দলিয় পতাকা ও গণশক্তি কাগজ নিয়ে মিছিল বের হয়। যনবাহন চলাচল ছিল স্বাভাবিক।রাজ‍্যে তৃণমূল কংগ্রেসের , ত্রিপুরা ও কেন্দ্রীয় সরকারের বিজেপির কঠোর সমালোচনা করা হয়।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ