কলকাতা 

Bhabanipur Bypoll : প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে প্রার্থী করে বিজেপি কী মমতাকে ‘ওয়াকওভার’ দিল ! সিপিএম কী ভবানীপুর থেকে ঘুরে দাঁড়াতে পারবে ?

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সেখ ইবাদুল ইসলাম : প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে ভবানীপুরে প্রার্থী করেছে বিজেপি । এই কেন্দ্রের উপনির্বাচনে তারকা প্রার্থী হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায় । তৃতীয়বার বিপুল গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে নন্দীগ্রামে হেরে গিয়েছিলেন । তাই ভবানীপুরে অকাল নির্বাচন হচ্ছে । নন্দীগ্রামে মমতার হারের নেপথ্যে তৃণমূল দলের যে অন্তর্ঘাত ছিল তা আর বলার অপেক্ষা রাখে না । যদিও তৃণমূল নেতারা এমনকি খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও হারের জন্য শুভেন্দুকে দায়ী করে থাকেন । কিন্ত আসল সত্য হলো, তৃণমূল দলের একটাংশের বেইমানির সুযোগ নিয়েছেন শুভেন্দু । এখানে সবাই যদি ঐক্যবদ্ধভাবে লড়াই করতো তাহলে নন্দীগ্রামে মমতা হারতো না । একথা জোর দিয়ে বলা যায় । অবশ্য তৃণমূল দলটাই এই ধরনের কাজ করে থাকে । মমতা বন্দ্যোপাধ্যায় এই অন্তর্ঘাতের শিকার হবেন এটা ভাবা যায়নি । তবু তিনি হলেন । এথেকে মমতা যদি শিক্ষা না নেন তাহলে আগামী দিনে আরও বেশি করে এই সমস্যায় পড়তে হবে ।

 

যাইহোক ভবানীপুরে জিতবে ? এই প্রশ্নের উত্তরে সরাসরি বলা যেতে পারে মমতা । কারণ এই মুহুর্তে মমতাকে হারানোর মতো ক্ষমতা কোনো রাজনৈতিক দলের নেই । তাই মমতার জয় সুনিশ্চিত । এই কেন্দ্রে বিজেপি প্রার্থী দিয়েছে । প্রার্থী শিক্ষিত মার্জিত আইনজীবী । কথা ভাল বলতে পারেন । এখন তাঁর লড়াই হবে এই কেন্দ্রে দ্বিতীয় স্থানে থাকতে পারবে কিনা ! কারণ এই রাজ্যে মমতার যে ক্ষমতা রয়েছে তাতে এটা স্পষ্ট যে, দ্বিতীয় স্থানে কে থাকবে তা একমাত্র মমতায় নির্ধারণ করতে পারেন । সিপিএম এখানে প্রার্থী দিয়েছে, তিনিও আইনজীবী । ত্রিমুখী লড়াই বিজেপি বনাম সিপিএমের লড়াই দ্বিতীয় ও তৃতীয় স্থান দখলের । সিপিএম কী পারবে ভবানীপুর থেকেই ঘুরে দাঁড়াতে ? সেটাই এখন লাখ টাকার প্রশ্ন । সিপিএমের চলে যাওয়া ভোট বিজেপির কাছ থেকে ফেরত আনতে পারলে অবশ্যই ভবানীপুরেই দ্বিতীয় স্থানে থাকতে পারবে বামেরা । সেটা হলে বাংলার রাজনীতিতে পরিবর্তন আসন্ন ধরে নেওয়া যাবে ।

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ