Featured Video Play Iconজেলা 

সোনা বিক্রিতে হলমার্ক বাধ্যতামূলক হলেও জলপাইগুড়িতে হলমার্ক সেক্টর না থাকায় আপাতত ছাড় দেওয়া হয়েছে জানালেন কর্তৃপক্ষ

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সেখ আবদুল আজিম : সোনা বিক্রিতে হলমার্ক বাধ্যতামূলক হলে জলপাইগুড়িতে হলমার্ক সেক্টর না থাকায় ছাড় দেওয়া হলো। রবিবার সকালে হলমার্ক সংক্রান্ত আলোচনা অনুষ্ঠিত হল জলপাইগুড়িতে।ভারত সরকারের মানব ব্যুরো আধিকারিকদের উপস্থিতিতে আলোচনা সভা হয় জলপাইগুড়ি জুয়েলার্স অ্যশোসিয়শনের উদ্যোগে।

সোনার গয়নাতে হলমার্ক বাধ্যতামূলক।সেই হলমার্ক সংক্রান্ত বিভিন্নবিষয়ের উপর জলপাইগুড়ি জুয়েলারি অ্যশোসিয়শনের সদস্যদের নিয়ে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয় শহরের একটি হোটেলে।যদিও ভারত সরকারের মানব ব্যুরোর এক অফিসার জানিয়েছেন হলমার্ক করা বাধ্যতামূলক হলেও যে সমস্ত শহরে হলমার্ক সেক্টর নেই সেখানে আপাতত হলমার্ক করা বাধ্যতামূলক না।কিন্তু যে সমস্ত সোনার ব‍্যবসায়ীরা হলমার্কের গহনা বিক্রি করতে চাইলে তাদেরকে অবশ্যই হলমার্ক রেজিস্ট্রেশন বাধ্যতামূলক।

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ