কলকাতা 

হাওড়া স্টেশন থেকে নগদ ২৫ লক্ষ টাকা সমেত আটক এক ব্যক্তি!

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সেখ আবদুল আজিম : হাওড়া স্টেশন থেকে নগদ ২৫ লক্ষ টাকা সমেত আটক এক ব্যক্তি। গতকাল হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সে ঢোকে ডাউন হিমগীরি এক্সপ্রেস। ট্রেনের এক যাত্রীর কাধে ছিল কালো ব্যাকপ্যাক। দ্রুত সে তিন নম্বর গেট দিয়ে স্টেশন থেকে বেরোনোর চেষ্টা করলে কর্তব্যরত আরপিএফ জাওয়ানদের সন্দেহ হয়। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ এবং ব্যাগে তল্লাশি করলে তার কাছ থেকে 25 লক্ষ টাকা নগদ উদ্ধার হয়। রাজেন্দ্র শর্মা নামে উত্তরপ্রদেশের বারানসির বাসিন্দা জানান তিনি ওই শহরের একটি নামি সোনার দোকানের কর্মী।

মালিক তাকে কলকাতার বি বি গাঙ্গুলী স্ট্রিট এর দুটি দোকান থেকে নগদে সোনা কেনার জন্য ওই টাকা দিয়েছিল। ওই ব্যক্তি জিএসটি এবং আয়কর সংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে না পারার কারণে তাকে আরপিএফ আটক করে। পরে আয়কর বিভাগে খবর দেওয়া হয়। আয়কর দপ্তরের অফিসাররা হাওড়া স্টেশনে ছুটে আসেন। তাদের হাতে টাকা ও ওই ব্যক্তিকে তুলে দেয় আরপিএফ অফিসাররা।

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ